সন্ন্যাসীনির পথ বাছলেন মমতা! কিন্তু কেন? সমাজ মাধ্যমে ভাইরাল ভিডিও , জানুন বিস্তারিত…

মহাকুম্ভে সন্ন্যাস ধর্ম নিলেন মমতা

     পরনে গেরুয়া বস্ত্র, গলায় রুদ্রাক্ষের মালা, কালো চুল ও কপালে তিলক। এই ভাবেই শুরু করলেন নিজের জীবনের নতুন অধ্যায়। জীবনের নতুন অধ্যায় শুরু করেছেন বলিউডের প্রাক্তন অভিনেত্রী মমতা কুলকার্নি। ২৩ জানুয়ারি থেকে শুরু হয়েছে উত্তর প্রদেশের প্রয়াগরাজে মহাকুম্ভ মেলা। কুম্ভমেলার কিন্নর আখড়ায় ‘মহামণ্ডলেশ্বর’ রীতির মাধ্যমে সন্ন্যাস গ্রহণ করলেন মমতা কুলকার্নি । সন্ন্যাস ধর্মের পাশাপাশি পিণ্ডদানের রীতিও পালন করেন তিনি। সন্ন্যাস নেওয়ার প্রক্রিয়ার সময়ে অনেকটা আবেগপ্রবণ হয়ে গিয়েছিলেন মমতা। বদলে ফেললেন নিজের নাম ও পরিচয়। নতুন নাম হল শ্রী যমাই মমতা নন্দগিরি। মমতার সেই ভিডিও এখন সমাজ মাধ্যমে ভাইরাল। গেরুয়া বস্ত্র, গলায় রুদ্রাক্ষের মালা ও কালো চুল, কপালে তিলক এই ভাবেই মন্ত্রোচ্চারণের সঙ্গে চলছিল মমতার সন্ন্যাস ধারণের প্রক্রিয়া। কিন্তু সেই মুহূর্তে আবেগপ্রবণ হয়ে কেঁদে ফেলেন তিনি। ভিডিওতে দেখা যাচ্ছে তাঁর গলায় পরিয়ে দেওয়া হয় নতুন এক মালা। সঙ্গে উপস্থিত সন্ন্যাসিনীরা তাঁর মাথায় দুধ ঢেলে দেন। দুগ্ধস্নানের পরে আরও এক গেরুয়া বস্ত্রে মুড়ে দেওয়া হয় তাকে। একে এক সবাই ফুলের মালা পরিয়ে দেন। সেই মুহূর্তে যেন স্তম্ভিত হয়ে যান অভিনেত্রী। কিন্তু বাধ মানে না চোখের জল।

    সমাজ মাধ্যমে ভাইরাল ভিডিও

      মহাকুম্ভ মেলায় পুণ্যার্থীদের ভিড় উপচে পড়েছে । দূর দূরান্ত থেকে পুণ্য লাভের আশায় হাজার হাজার মাইল পেরিয়ে ছুটে এসেছে ভক্তকূল। সেই সঙ্গে মেলায় ধ্যানমগ্ন সন্ন্যাসীরা। দেশ-বিদেশের বিভিন্ন প্রান্ত থেকে বহু অতিথিরা এসে ভিড় করেছেন। সব মিলে মিশে একাকার। প্রয়াগরাজের মহাকুম্ভ মেলায় সাধু-সন্তদের আখড়ার নানা ছবি ধরা পড়েছে। কেউ হিমশীতল প্রয়াগে বসে রয়েছে ভষ্ম মেখে, কেউ IIT থেকে, কেউ আবার অক্সিজেন সিলিন্ডারকে সঙ্গী করেই পৌঁছে গিয়েছেন আখড়ায়। দেশ-বিদেশ থেকে বহু পুণ্যার্থীরা সেখানেই ভিড় করছেন সাধু বাবার আশীর্বাদ নিতে। তবে এবার এক অভাবনীয় ছবি প্রকাশ্যে আসতে হতবাক সকলে। উচ্চতা ৭ ফুট। পরনে গেরুয়া বস্ত্র, কপালে তিলক, গলায় রুদ্রাক্ষের মালা। এদিন কিন্নর আখড়ার আচার্য মহামণ্ডলেশ্বর, অর্থাৎ লক্ষ্মী নারায়ণ ত্রিপাঠী ও জুনা আখড়ার আচার্য স্বামী জয় অম্বানন্দ গিরির সঙ্গেও দেখা করেন অভিনেত্রী। সেসব মুহূর্তের ভিডিয়োও সমাজমাধ্যমে ছড়িয়ে পড়ে। ভিডিও প্রকাশ্যে আসতেই হতবাক অভিনেত্রীর অনুরাগীরা। এদিন আচার্য মহামন্ডলেশ্বর লক্ষ্মী নারায়ণ বলেন, গত দেড় বছর ধরে উনি আমার আর কিন্নর আখড়ার সঙ্গে যোগাযোগ রেখেছিলেন। এর আগে জুনা আখড়ার মহামন্ডলেশ্বরের সঙ্গে দীক্ষা নিয়েছিলেন উনি। ওঁর গুরু ব্রহ্নলীন হওয়ার পরে, মমতা কোনও দিশা খুঁজে পাচ্ছিলেন না। মাস তিনেক আগে মমতা ইচ্ছা প্রকাশ করেছিলেন যে তিনি সনাতন ধর্মের সঙ্গে সরাসরি ও পুরোপুরি নিজেকে নিযুক্ত করতে চান। উনি নিজেই আখড়ায় এসে বলেছিলেন যে, ওনার কোনও একটা পদ চাই। মহামন্ডলেশ্বর হওয়ার ইচ্ছাপ্রকাশ করেন। মমতা বলেন বৃন্দাবনের আশ্রমের প্রচার ও প্রসারের জন্য কাজ করতে চান তিনি। তবে এই কথা শুনে ওঁর সামনে কিছু শর্ত রাখা হয়েছিল। বলা হয়েছিল, ওঁকে সন্ন্যাস ধর্ম নিতে হবে। অভিনয় জগতের পৃথিবী ছেড়ে আমাদের সঙ্গে এসে থাকতে হবে। সনাতন ধর্ম কারও শিল্পের ওপর কোনও বিধিনিষেধ আরোপ করে না। তাই অভিনেত্রীকে বলা হয়েছিল যে, কোন রকমের ধার্মীক চরিত্র পেলে তিনি অভিনয়ও করতে পারেন। যাঁরাই সনাতন হতে চাইবেন, সবাইকে একসঙ্গে এগিয়ে নিয়ে যাবে এই ধর্ম। কিন্তু মমতাও পুরোপুরি ভাবে সনাতন হতেই চেয়েছিলেন। যে সনাতন ধর্মাবলম্বী, কিন্নর আখাড়া তাঁদের নিজের করে নেবেই।

      মমতার অভিনয় জগৎ

        ‘মেয়নে তুঝে দিল দিয়া’, ‘এ বন্ধন তো’, ‘ঘুপ চুপ ঘুপ চুপ’, ‘ইশক করে দিওয়ানা দিল কো’ এছাড়াও বহু হিট ছবি দর্শকদের উপহার দিয়ে এসছেন। একটা সময়ে বলিউড সুপারস্টার দের সঙ্গে চুটিয়ে কাজ করতেন তিনি। বলিউডের অন্যতম হিট ছবি ‘করণ-অর্জুন’-এ শাহরুখ-সলমনের সঙ্গে কাজ করেছিলেন অভিনেত্রী মমতা কুলকার্ণি। এবার সেই অভিনেত্রীই মহাকুম্ভে গিয়ে সন্ন্যাস গ্রহণ করলেন। শনিবার সন্ধ্যায় তাঁর পট্টাভিষেক হবে। কিন্নর আখড়ায় মহামণ্ডলেশ্বর-এর দায়িত্ব সামলাবেন তিনি। এক সময় মাদক মামলায় বিতর্কে জড়িয়ে দেশছাড়া ছিলেন তিনি। মমতা কুলকার্নি এদিন বলেন, ২০০০ সাল থেকে আমার তপস্যা আজ সফল হল। আজ আমার ২৩ বছর অতিক্রান্ত। ধ্যান, তপঃ, আর মহামণ্ডেলেশ্বরের যে উপাধি ২৩ বছরে আমি কী তপস্যা করেছি, কী ধ্যান করেছি, বহু প্রশ্নে আমি আজ উত্তীর্ণ হয়েছি। এরপর আমি মহামণ্ডেলেশ্বরের উপাধি পেয়েছি।

        Next Post

        ভারতে ৭৬ তম সাধারণতন্ত্র দিবস পালন | শ্রদ্ধা আরসিটিভি সংবাদের....

        Sat Jan 25 , 2025
        Share on Facebook Tweet it Share on Reddit Pin it Share it Email সাধারণতন্ত্র দিবস পালন   প্রতি বছর ২৬ জানুয়ারি দিনটিকে সাধারণতন্ত্র দিবস হিসেবে পালন করা হয়। এবছর ২০২৫ সালে ৭৬ তম প্রজাতন্ত্র দিবস পালিত করা হল। উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জের স্টেডিয়াম ময়দানে প্রজাতন্ত্র দিবসের প্রস্তুতি বহু আগে থেকে […]

        আপনার পছন্দের সংবাদ

        RCTV Sangbad

        24/7 TV Channel

        RCTV Sangbad is a regional Bengali language television channel owned by Raiganj Cable TV Private, Limited. It was launched on August 20, 2003, as a privatecompany. The channel runs a daily live broadcast from Raiganj, West Bengal. The company also provides a set-top box.

        error: Content is protected !!