মহাকুম্ভে সন্ন্যাস ধর্ম নিলেন মমতা
সমাজ মাধ্যমে ভাইরাল ভিডিও

মহাকুম্ভ মেলায় পুণ্যার্থীদের ভিড় উপচে পড়েছে । দূর দূরান্ত থেকে পুণ্য লাভের আশায় হাজার হাজার মাইল পেরিয়ে ছুটে এসেছে ভক্তকূল। সেই সঙ্গে মেলায় ধ্যানমগ্ন সন্ন্যাসীরা। দেশ-বিদেশের বিভিন্ন প্রান্ত থেকে বহু অতিথিরা এসে ভিড় করেছেন। সব মিলে মিশে একাকার। প্রয়াগরাজের মহাকুম্ভ মেলায় সাধু-সন্তদের আখড়ার নানা ছবি ধরা পড়েছে। কেউ হিমশীতল প্রয়াগে বসে রয়েছে ভষ্ম মেখে, কেউ IIT থেকে, কেউ আবার অক্সিজেন সিলিন্ডারকে সঙ্গী করেই পৌঁছে গিয়েছেন আখড়ায়। দেশ-বিদেশ থেকে বহু পুণ্যার্থীরা সেখানেই ভিড় করছেন সাধু বাবার আশীর্বাদ নিতে। তবে এবার এক অভাবনীয় ছবি প্রকাশ্যে আসতে হতবাক সকলে। উচ্চতা ৭ ফুট। পরনে গেরুয়া বস্ত্র, কপালে তিলক, গলায় রুদ্রাক্ষের মালা। এদিন কিন্নর আখড়ার আচার্য মহামণ্ডলেশ্বর, অর্থাৎ লক্ষ্মী নারায়ণ ত্রিপাঠী ও জুনা আখড়ার আচার্য স্বামী জয় অম্বানন্দ গিরির সঙ্গেও দেখা করেন অভিনেত্রী। সেসব মুহূর্তের ভিডিয়োও সমাজমাধ্যমে ছড়িয়ে পড়ে। ভিডিও প্রকাশ্যে আসতেই হতবাক অভিনেত্রীর অনুরাগীরা। এদিন আচার্য মহামন্ডলেশ্বর লক্ষ্মী নারায়ণ বলেন, গত দেড় বছর ধরে উনি আমার আর কিন্নর আখড়ার সঙ্গে যোগাযোগ রেখেছিলেন। এর আগে জুনা আখড়ার মহামন্ডলেশ্বরের সঙ্গে দীক্ষা নিয়েছিলেন উনি। ওঁর গুরু ব্রহ্নলীন হওয়ার পরে, মমতা কোনও দিশা খুঁজে পাচ্ছিলেন না। মাস তিনেক আগে মমতা ইচ্ছা প্রকাশ করেছিলেন যে তিনি সনাতন ধর্মের সঙ্গে সরাসরি ও পুরোপুরি নিজেকে নিযুক্ত করতে চান। উনি নিজেই আখড়ায় এসে বলেছিলেন যে, ওনার কোনও একটা পদ চাই। মহামন্ডলেশ্বর হওয়ার ইচ্ছাপ্রকাশ করেন। মমতা বলেন বৃন্দাবনের আশ্রমের প্রচার ও প্রসারের জন্য কাজ করতে চান তিনি। তবে এই কথা শুনে ওঁর সামনে কিছু শর্ত রাখা হয়েছিল। বলা হয়েছিল, ওঁকে সন্ন্যাস ধর্ম নিতে হবে। অভিনয় জগতের পৃথিবী ছেড়ে আমাদের সঙ্গে এসে থাকতে হবে। সনাতন ধর্ম কারও শিল্পের ওপর কোনও বিধিনিষেধ আরোপ করে না। তাই অভিনেত্রীকে বলা হয়েছিল যে, কোন রকমের ধার্মীক চরিত্র পেলে তিনি অভিনয়ও করতে পারেন। যাঁরাই সনাতন হতে চাইবেন, সবাইকে একসঙ্গে এগিয়ে নিয়ে যাবে এই ধর্ম। কিন্তু মমতাও পুরোপুরি ভাবে সনাতন হতেই চেয়েছিলেন। যে সনাতন ধর্মাবলম্বী, কিন্নর আখাড়া তাঁদের নিজের করে নেবেই।
মমতার অভিনয় জগৎ

‘মেয়নে তুঝে দিল দিয়া’, ‘এ বন্ধন তো’, ‘ঘুপ চুপ ঘুপ চুপ’, ‘ইশক করে দিওয়ানা দিল কো’ এছাড়াও বহু হিট ছবি দর্শকদের উপহার দিয়ে এসছেন। একটা সময়ে বলিউড সুপারস্টার দের সঙ্গে চুটিয়ে কাজ করতেন তিনি। বলিউডের অন্যতম হিট ছবি ‘করণ-অর্জুন’-এ শাহরুখ-সলমনের সঙ্গে কাজ করেছিলেন অভিনেত্রী মমতা কুলকার্ণি। এবার সেই অভিনেত্রীই মহাকুম্ভে গিয়ে সন্ন্যাস গ্রহণ করলেন। শনিবার সন্ধ্যায় তাঁর পট্টাভিষেক হবে। কিন্নর আখড়ায় মহামণ্ডলেশ্বর-এর দায়িত্ব সামলাবেন তিনি। এক সময় মাদক মামলায় বিতর্কে জড়িয়ে দেশছাড়া ছিলেন তিনি। মমতা কুলকার্নি এদিন বলেন, ২০০০ সাল থেকে আমার তপস্যা আজ সফল হল। আজ আমার ২৩ বছর অতিক্রান্ত। ধ্যান, তপঃ, আর মহামণ্ডেলেশ্বরের যে উপাধি ২৩ বছরে আমি কী তপস্যা করেছি, কী ধ্যান করেছি, বহু প্রশ্নে আমি আজ উত্তীর্ণ হয়েছি। এরপর আমি মহামণ্ডেলেশ্বরের উপাধি পেয়েছি।