শাশ্বতী চক্রবর্তী ১৮ সেপ্টেম্বর : রাত পোহালেই ক্রিকেটের মহোৎসব। ১৯শে সেপ্টেম্বর থেকে শুরু ২০২০ সালের আইপিএল (IPL)। এবছর সংযুক্ত আরব আমিশাহীতে আয়োজন করা হয়েছে ক্রিকেট বিশ্বের সবচেয়ে বড় এবং জনপ্রিয় ক্রিকেট টুর্নামেন্ট ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ। করোনা আবহের জেরে এবছর পুরো টুর্নামেন্ট ভারতের বাইরে আয়োজন করছে বিসিসিআই(BCCI)।
খেলার প্রথম দিনে সম্মুখীন হবে চেন্নাই সুপার কিংস এবং মুম্বই ইন্ডিয়ানস।
তবে অন্যান্য বছরের তুলনায় এবছরের আইপিএল একটু অন্যরকম। এবছর হবে না কোনো উদ্বোধনী অনুষ্ঠান৷ বসবে না তারকাদের আসর।দেখা যাবে না চিয়ার লিডার্সদেরও।
করোনার কারণে সামাজিক দুরত্ববিধি মেনে গ্যালারী থাকবে দর্শকশূণ্য। চলতি বছরে আইপিএল শুরু হওয়ার কথা ছিল ২৯ মার্চ থেকে। করোনা আবহের জেরে স্থগিত রাখা হয় ত্রয়োদশ আইপিএল। তবে বিসিসিআই এর তরফে প্রথমেই জানানো হয়েছিল যে, এবছর আইপিএল এর উদ্বোধনী অনুষ্ঠান হবে না।
অনুষ্ঠানের জন্যে যে টাকা বরাদ্দ থাকে সেই পুরো টাকাটাই পুলওয়ামার জঙ্গি হামলায় মৃত ভারতীয় শহিদ জওয়ানদের পরিবারের হাতে তুলে দেওয়া হবে। বোর্ডের এই সিদ্ধান্তে সম্মতি জানিয়েছে সমস্ত ফ্রাঞ্চাইজিগুলোও। আইপিএল সম্পর্কিত বিভিন্ন অনুষ্ঠান বাতিল করে যে পরিমাণ অর্থ বাঁচবে তা এই কঠিন সময়ে দেশবাসীর কল্যানস্বার্থে ব্যবহার করা হবে।