নিউজ ডেস্ক, ১৮ সেপ্টেম্বর : করোনা আবহের মধ্যেই শনিবার ১৯ সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে এবছরের আইপিএল বা ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের মহারণ। আর তার আগেই বৃহস্পতিবার রাতে দুবাই পৌঁছে গেলেন ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ার ক্রিকেটাররা।
জানা গেছে সবার সুরক্ষার কথা চিন্তা করে ৩৬ ঘন্টা হোম কোয়ারেন্টাইনে থাকতে নির্দেশ দেওয়া হয়েছে ওই ক্রিকেটারদের।প্রতিবছর দেশের মাটিতেই আইপিএল বা ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ অনুষ্ঠিত হয়ে আসছে। দর্শকদের মনোরঞ্জনের জন্য স্টেডিয়ামে চিয়ারলিডার ছাড়াও নানা ব্যবস্থা করা হয়ে থাকে। কিন্তু এবছর করোনা মহামারী তীব্র আকার ধারণ করায় আদৌ আইপিএল এবছর হবে কিনা তা নিয়ে সংশয় দেখা দেয়৷ অবশেষে বিসিসিআই বোর্ড সভাপতি সৌরভ গাঙ্গুলীর হস্তক্ষেপে আইপিএল টুর্নামেন্টকে দেশের বাইরে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়।
সেইমতো মরু দেশ সংযুক্ত আরব আমিরশাহীতে বসেছে টুর্নামেন্টের আসর। এই টুর্নামেন্ট অংশগ্রহণের জন্য ইতিমধ্যেই ভারত থেকে ক্রিকেটাররা পৌঁছে গিয়েছেন সংযুক্ত আরব আমিরশাহী দেশে। বৃহস্পতিবার রাতে ইংল্যান্ড এবং অস্ট্রেলিয়ার ক্রিকেটাররাও পৌঁছে যান। করোনা মহামারীর কারণে পিপিই কিট, মাস্ক পরিহিত সহ পর্যাপ্ত সুরক্ষা ব্যবস্থা নিয়েই ইংল্যান্ড-অস্ট্রেলিয়া ক্রিকেটাররা বিমানে ওঠেন। সেরকমই একটি ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন সেই দেশের ক্রিকেটাররা।
জানা গেছে চার্টার ফ্লাইট অবতরণ করেছে দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরে। পিপিই কিট পরিহিত ছিলেন কামিন্স, জাম্পারা। জানা গেছে সকলের সুরক্ষার কথা ভেবে প্রথমে ৬ দিন হোম কোয়ারান্টিনে থাকার নিয়ম ছিল কিন্তু যেহেতু টুর্নামেন্টের শুরুতেই খেলা রয়েছে স্মিথ-বাটলার-মর্গ্যান-ম্যাক্সওয়েলদের সহ সংশ্লিষ্ট ক্রিকেটারদের দলের, তাই ৬ দিনের পরিবর্তে মাত্র ৩৬ ঘণ্টার হোম কোয়ারেন্টিনের নির্দেশ দেওয়া হয়েছে তাঁদের৷