অপহরনকারীদের গোপন ডেরায় হানা পুলিশের, উদ্ধার অপহৃত যুবক ; গ্রেফতার ৬

নিজস্ব সংবাদদাতা , মানিকচক , ৩০ ডিসেম্বর : অপহরণ কান্ডে বড়সড় সাফল্য পেল মানিকচক থানার পুলিশ। অপহৃত ব্যক্তিকে উদ্ধার করার পাশাপাশি এই ঘটনার সঙ্গে যুক্ত ৬ অপহরণকারীকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার ধৃত ৬ অপহরণকারীকে মালদা জেলা আদালতে পাঠিয়েছে মানিকচক থানার পুলিশ।

পুলিশ সূত্রে জানা গেছে, অপহৃত ব্যক্তির নাম মোহাম্মদ ফারুক। মানিকচক থানার চৌকি মিরদাদপুর অঞ্চলের শ্যামপুর এলাকার বাসিন্দা সে। তিনি পেশায় পোল্ট্রি মুরগির ফার্মের ব্যবসায়ী। গত তিনদিন আগে বাড়ি থেকে কিছুটা দূরে নিজের মুরগির ফার্মে ঘুমোচ্ছিলেন তিনি। ঠিক সেই সময়ে বেশ কিছু দুষ্কৃতী তাকে অপহরণ করে নিয়ে যায়। তারপরই ছয় লক্ষ টাকার মুক্তিপন চেয়ে ফোন আসে পরিবারের সদস্যদের কাছে। ঘটনার লিখিত অভিযোগ জানানো হয় মানিকচক থানার পুলিশের কাছে। এরপরই ঘটনার তদন্তে নামেন মানিকচক থানার ওসি কুনাল কান্তি দাস সহ অন্যান্য পুলিশকর্তারা।

গোপন ডেরায় মুক্তিপণ দিতে গিয়ে অপহরণকারীদের ধরে ফেলেন পুলিশকর্তারা। মানিকচক থানার পুলিশের সাথে এই অভিযানের সামিল হয় মোথাবাড়ি থানা ও মিল্কি ফাঁড়ির পুলিশ। অপহৃত ব্যক্তির সাথে অপহরণ কাণ্ডে জড়িত ছয়জনকে ধরে ফেলে পুলিশ। পুলিশ জানিয়েছে ধৃতরা হল, করিম শেখ, মইনুল হক, রফিকুল ওরফে সর্দার, হুমায়ুন শেখ, সাবিউল খান ও কাদের শেখ। ধৃতরা কালিয়াচকের মোথাবাড়ি ও ইংরেজবাজার থানা এলাকার বাসিন্দা। অভিযোগ পাওয়ার ২৪ ঘন্টার মধ্যে পুলিশের এই সাফল্যে খুশি পরিবার সহ স্থানীয়রা। বুধবার ধৃত ৬ অপহরণকারীকে মালদা জেলা আদালতে পাঠিয়েছে মানিকচক থানার পুলিশ। পাশাপাশি অপহৃত ব্যক্তি মোহাম্মদ ফারুককে চিকিৎসার পর পরিবারের সদস্যদের হাতে তুলে দিয়েছেন পুলিশ আধিকারিকেরা।

Next Post

সীমিত সংখ্যক ওয়ার্ড নিয়ে সম্ভবত জানুয়ারিতেই চালু হচ্ছে নদিয়ার কল্যানীর নবনির্মিত এইমস হাসপাতাল, মন খারাপ রায়গঞ্জ তথা উত্তরবঙ্গবাসীর

Wed Dec 30 , 2020
নিউজ ডেস্ক , ৩০ ডিসেম্বর : এইমস। যার পুরো নাম অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিক্যাল সায়েন্স। স্বাধীনতার পর থেকে উন্নত চিকিৎসা পরিষেবা থেকে বঞ্চিত হয়ে থাকা উত্তরবঙ্গের কোটি কোটি সাধারণ মানুষের চিকিৎসার জন্য এইমসের মতো আধুনিক উন্নতমানের হাসপাতাল রায়গঞ্জে গড়ে তোলার স্বপ্ন দেখিয়ে ছিলেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী প্রয়াত প্রিয়রঞ্জন দাশমুন্সী। […]

আপনার পছন্দের সংবাদ

সংবাদ শিরোনাম