ভাঙলো ব্যারিকেড,পুলিশের সাথে বচসা বাম ছাত্র-যুবদের

ভাঙলো ব্যারিকেড,পুলিশের সাথে বচসা বাম ছাত্র-যুবদের

নিজস্ব সংবাদদাতা , ইসলামপুর , ১৪ই সেপ্টেম্বর :   পরিযায়ী শ্রমিক ও বেকারদের মাসে সাড়ে ৬ হাজার টাকা করে ভাতা প্রদান, ইসলামপুরের শ্রীকৃষ্ণপুরে প্রক্রিয়াকরণ শিল্প স্থাপন করা, কেন্দ্রীয় নয়া শিক্ষানীতি বাতিল সহ বিভিন্ন দাবিতে আন্দোলনে নামল সি পি আই এম -এর  যুব ও ছাত্র সংগঠন ৷

সোমবার চার দফা দাবি দাওয়া নিয়ে ইসলামপুর মহকুমা শাসককে ডেপুটেশন প্রদান করা হয়। গৌতম বর্মন, রানা ঘোষ সহ অন্যান্য নেতৃত্ব এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন। এদিন ডেপুটেশন কর্মসূচি উপলক্ষ্যে অপ্রীতিকর ঘটনা এড়াতে প্রচুর পুলিশ মোতায়েন করা হয়েছ   প্রশাসনিক ভবন চত্বরে। ১০০ মিটার দূরে তৈরী করা হয়েছিলো ব্যারিকেড।

কিন্তু একটা সময় ব্যারিকেড ভেঙে ভেতরে ঢুকে পড়েন আন্দোলন কারীরা। এ নিয়ে পুলিশের সঙ্গে বচসা বেধে যায় তাদের। এরপর পাঁচজনের প্রতিনিধি দল মহকুমাশাসকের সাথে দেখা করে তাঁর হাতে স্মারকলিপি তুলে দেন।

Next Post

দুষ্কৃতীদের হাতে খুন তৃণমূল কর্মী

Mon Sep 14 , 2020
নিজস্ব সংবাদদাতা , মালদা , ১৪ সেপ্টেম্বর :  নৃশংসভাবে এক যুব তৃণমূল কর্মীকে খুনের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়াল মালদার হবিবপুর থানার ঋষিপুর গ্রাম পঞ্চায়েত এলাকায়। সকালে বাড়ি থেকে চার কিলোমিটার দূরে ওই যুব তৃণমূল কর্মীর রক্তাক্ত মৃতদেহ উদ্ধার হয় ফরেস্ট থেকে। কে বা কারা এই খুনের নেপথ্যে তা নিয়ে তদন্ত […]

আপনার পছন্দের সংবাদ