নভেম্বরে মুক্তি পাচ্ছে কন্যাশ্রী প্রকল্প নিয়ে নির্মিত ছবি ‘সুকন্যা’।মমতার বিরোধী দলনেত্রী থেকে মুখ্যমন্ত্রী হয়ে ওঠার সফর দেখানো হবে এই সিনেমায়।আন্তর্জাতিক আঙিনায় সমাদৃত হয়েছে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের কন্যাশ্রী প্রকল্প।
জাতীয় স্তরে বিজ্ঞান মডেল প্রদর্শনীতে সেরা রায়গঞ্জের ছেলে
কন্যাশ্রীর নেপথ্যের কারিগর মমতা বন্দ্যোপাধ্যায়ের ভূমিকায় রয়েছেন কনীনিকা বন্দ্যোপাধ্যায়।খরাজ মুখোপাধ্যায়, দেবশঙ্কর নাগের মতো দক্ষ শিল্পীদের পাশাপাশি রাজ্য পুলিশের ডিজির ভূমিকায় রয়েছেন রাজ্যসভার প্রাক্তন তৃণমূল সাংসদ শান্তনু সেন। গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন মন্ত্রী স্বপন দেবনাথ।সমাজে নারীদের অবস্থান, অধিকারের লড়াই এবং নারী ক্ষমতায়নের বিষয় ফুটে উঠবে ‘সুকন্যা’তে।