ট্যাব দূর্নীতির পর ‘কন্যাশ্রী’র নিরাপত্তা নিশ্চিত করতে ৬ দফা গাইডলাইন জারি করল রাজ্য সরকারের নারী, শিশু এবং সমাজ কল্যাণ দপ্তর।
কি এই ৬ দফা গাইড লাইন
১) প্রতিটি অ্যাকাউন্টের পাসওয়ার্ড রিসেট করতে হবে।
২) কম্পিউটারের সঙ্গে সংযুক্ত যাবতীয় সরঞ্জামের সফটওয়্যার আপডেট করতে হবে।
৩) কোনও কম্পিউটার যদি ভাইরাস আক্রান্ত হয়, তবে সেই কম্পিউটারটি বাদ দিতে হবে।
৪) ফায়ারওয়াল, অ্যান্টিভাইরাস, অ্যান্টি রামসামওয়ার, ম্যালওয়ার, অ্যান্টি এক্সপ্লয়েড সফটওয়্যার ইন্সটল করতে হবে।
৫)নিয়মিত সিস্টেম স্ক্যান করতে হবে।
৬) ব্যবহারকারীদের গুরুত্বপূর্ণ নথি বা তথ্য কোনও ওয়েবে, মেলে যেন সেভ করা হবে না।