নিউজ ডেস্ক , ১০ই সেপ্টেম্বর : দুটি প্রকল্পের জন্য সম্মানিত হল বাংলা।কয়েকদিন আগেই স্কচ ফাউন্ডেশন অ্যাওয়ার্ডের সম্মান জুড়েছিল বাংলার মুকুটে। এবার জাতিসংঘের দ্বারা দুটি প্রকল্পের জন্য সম্মানিত হল বাংলা। ১৬০টি দেশের ভিন্ন প্রকল্পের মধ্যে সেরার সম্মান পেল বাংলার ‘সবুজ সাথী’ প্রকল্প। এছাড়াও পুরস্কার পেয়েছে ‘উৎকর্ষ বাংলা’ প্রকল্পটিও।
প্রসঙ্গত এবছর প্রায় ১৬ হাজার সরকারি প্রকল্পের মনোনয়ন জমা পড়েছিল জাতিসংঘের কাছে। অংশ নিয়েছে বিশ্বের প্রায় ১৬০টি দেশ।
গত ৭ই সেপ্টেম্বর ওয়ার্ল্ড সামিট অফ ইনফরমেশন সোসাইটির অনুষ্ঠানে এই ফলাফল ঘোষণা করে রাষ্ট্রসংঘ।উল্লেখ্য স্কুলে যাতায়াতের সুবিধার্থে সবুজ সাথী প্রকল্পে এরাজ্যের বিভিন্ন স্কুলের কয়েক লক্ষ ছাত্র-ছাত্রীকে সাইকেল দিয়েছিল রাজ্য সরকার।
এরফলে শহরাঞ্চলের পাশাপাশি প্রান্তিক গ্রামীন অঞ্চলের ছাত্রছাত্রীরা বিশেষভাবে লাভবান হয়েছিল এই প্রকল্পে। প্রত্যন্ত গ্রামীণ এলাকায় যোগাযোগ ব্যবস্থায় সাইকেলের ব্যবহার শিক্ষাকেন্দ্রে তাদের উপস্থিতির হার বাড়িয়েছিল অনেকটাই। সার্বিক বিচারে তাই রাজ্য সরকারের
এই প্রকল্পকে সেরার সম্মান দিয়েছে জাতিসংঘ।
অন্যদিকে ‘উৎকর্ষ বাংলা’-র মাধ্যমে রাজ্য যুবক-যুবতীদের জন্য ব্যবস্থা করেছিল বিভিন্ন কারিগরি দক্ষতার প্রশিক্ষণের। এই প্রশিক্ষণ লাভে রাজ্যের কয়েক লক্ষ যুবক-যুবতী উপকৃত হয়েছিলেন। সোসাইটি ফর স্কিল ডেভলপমেন্ট বিভাগে এই প্রকল্পকে সেরা হিসাবে বেছে নিয়েছে জাতিসংঘ। এরপুর্বে জাতিসংঘের দরবারে স্বীকৃতি লাভ করেছিল এরাজ্যের কন্যাশ্রী প্রকল্প। গত ৭ই সেপ্টেম্বর জাতিসংঘের অনুষ্ঠানে বাংলার প্রতিনিধি হিসাবে এই পুরস্কার গ্রহণ করে সঞ্জয় থারে।