শান্তনু চট্টোপাধ্যায়, রায়গঞ্জ ,৫ সেপ্টেম্বর : এবছর শিক্ষারত্ন’ সম্মান পেলেন রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের ইংরিজি বিভাগের অধ্যাপক এবং বিভাগীয় প্রধান ডঃ পিনাকী রায়। উল্লেখ্য এবছর করোনা আবহের জন্য কলকাতাতে কেন্দ্রীয় অনুষ্ঠানে র আয়োজন করে নি রাজ্যসরকার। শনিবার দক্ষিন দিনাজপুরের বালুরঘাটে ডিএম অফিসে সামাজিক দূরত্ব বজায় রেখে পিনাকী বাবুর হাতে এই সম্মান তুলে দেন জেলাশাসক নিখিল নির্মল। এদিন মানপত্র,২৫ হাজার টাকার চেক সহ অন্যান্য উপহার সামগ্রী তুলে দেওয়া হয় পিনাকী বাবুর হাতে।
উল্লেখ্য ইংরাজী বিভাগের বিভাগীয় প্রধান হওয়ার পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের সেন্টার ফর ফিল্ম অ্যান্ড মিডিয়া স্টাডিজ এর ডিরেক্টর পদও সামলান তিনি। আদতে বালুরঘাটের বাসিন্দা হলেও কর্মসূত্রে তিনি রায়গঞ্জের বাসিন্দা। বালুরঘাট আত্রেয়ী ইংলিশ মিডিয়াম স্কুলের ছাত্র পিনাকীবাবু শান্তিনিকেতনের বিশ্বভারতী থেকে স্নাতক এবং স্নাতকোত্তর ডিগ্রী অর্জন করেন।প্রথমে কলেজ সার্ভিস উতরে তিনি মালদা কলেজে ইংরিজির সহকারী অধ্যাপক হিসেবে যোগদান করেন। ছয় বছর পরে তিনি কোচবিহার পঞ্চানন বিশ্ববিদ্যালয়ে যোগ দেন। সেখানে অধ্যাপনার পাশাপাশি পরীক্ষা সমূহের নিয়ামক হিসাবেও দায়িত্ব সামলেছেন।
এরপর ২০১৬-এর শেষের দিকে তিনি রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ে যোগদান করেন। বর্তমানে তিনি রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ে ডি. লিট. গবেষণা করছেন তিনি। তাঁর বহু গবেষণাপত্র দেশ-বিদেশের নানান জার্নালে প্রকাশিত হয়েছে। জাতীয় এবং আন্তর্জাতিক স্তরের বিভিন্ন আলোচনাচক্রে তিনি যোগদান করেছেন এবং বক্তব্য রেখেছেন। পিনাকীবাবু বলেন,এই সম্মান পেয়ে আমি সত্যিই খুব আনন্দিত । আমার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এবং অন্যান্য আধিকারিকের আমাকে অত্যন্ত সাহায্য করেছেন। আমি তাদের প্রতিও কৃতজ্ঞ। এই পুরস্কারের সম্পূর্ণ মর্যাদা রাখতে আমি কোন ত্রুটি রাখব না। অন্যদিকে শিক্ষারত্ন সম্মান পেলেন ডঃ জয়িতা বসু। জয়িতা দেবী ডালখোলা অগ্রসেন কলেজের অধ্যক্ষা। শনিবার রায়গঞ্জের কর্নজোড়ায় ডি এম অফিসে এক আয়োজিত এক অনুষ্ঠানে তাঁর হাতে এই সম্মান তুলে দেন জেলাশাসক অরবিন্দ কুমার মীনা।
আরও পড়ুন : রায়গঞ্জ থানার পাঁচ পুলিশ অফিসারের বিরুদ্ধে খুনের মামলা দায়ের