নিউজ ডেস্ক, শাশ্বতী চক্রবর্তী : গত ১৪ জুন মৃত্যু হয়েছে অভিনেতা সুশান্ত সিং রাজপুতের। এরপর মহারাষ্ট্র পুলিশ প্রাথমিকভাবে জানিয়েছিল, মানসিক অবসাদের কারণেই আত্মহত্যা করেছেন সুশান্ত। সুশান্তের মৃত্যু নিয়ে আলোড়ন ছড়িয়ে পড়ে বলিউডে। পাশাপাশি মৃত্যুর তদন্তের দাবীতে সরব হন সুশান্ত অনুরাগী থেকে শুরু করে সমস্ত নেটিজেনরা। মহারাষ্ট্র পুলিশ যখন মৃত্যুর তদন্ত করছিল, তখন সুশান্তের বাবা কে.কে সিং বিহারে আলাদা করে পুলিশের কাছে হত্যার অভিযোগ দায়ের করেন। তারপর বিহার পুলিশ এফআইআর দায়ের করে তদন্ত শুরু করে এবং বিহার সরকার সিবিআই তদন্তের জন্য কেন্দ্রের কাছে আবেদন করে। এরপরই সুশান্তের মৃত্যুর তদন্তের দায়িত্ব দেওয়া হয় সিবিআই- এর হাতে। ইতিমধ্যেই সিবিআইয়ের বিশেষ দল পৌঁছে গিয়েছে মুম্বইয়ে এবং দফায় দফায় সকলকে জেরা করা হচ্ছে সিবিআইয়ের পক্ষ থেকে।
এক সর্বভারতীয় সংবাদমাধ্যমে তথ্য অনুযায়ী, মৃত্যুর পর সুশান্তের দেহ যখন ময়নাতদন্তের জন্য মুম্বাইয়ের কুপার হাসপাতালে নিয়ে যাওয়া হয় তখন সেখানে উপস্থিত ছিলেন না অভিনেত্রী রিয়া চক্রবর্তী। তবে ময়নাতদন্তের সময় মর্গে চিকিৎসকদের সাথে ৪৫ মিনিট সময় ধরে রিয়া চক্রবর্তী ছিলেন, এমনটাই উঠে এসেছে সিসিটিভি ফুটেজে। তবে সিসিটিভি ফুটেজে ময়নাতদন্তের সময় রিয়া চক্রবর্তীকে দেখা যাওয়ায় তার বিরুদ্ধে তথ্য প্রমাণ লোপাটের চেষ্টার অভিযোগ উঠতে শুরু করেছে। এবারে পুনরায় সুশান্তের ময়নাতদন্তের রিপোর্ট খতিয়ে দেখবে সিবিআই। ময়নাতদন্তের রিপোর্ট খতিয়ে দেখার জন্যে এইমস্ এর পাঁচ সদস্যের একটি বিশেষ দল গঠন করা হয়েছে। এই দলের শীর্ষে রয়েছেন অভিজ্ঞ ফরেন্সিক বিশেষজ্ঞ সুধীর গুপ্ত। শুক্রবার সকালে সুশান্তের বন্ধু সন্দীপ এস সিং এবং রাধুনি নিরজ-কে বেশ অনেকক্ষণ জিজ্ঞাসাবাদ করেন সিবিআই আধিকারিকরা। সিবিআই-এর তরফে এখনও অবধি অভিনেত্রী রিয়া চক্রবর্তী -সহ ছয়জনের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে।