নিউজ ডেস্ক, শাশ্বতী চক্রবর্তী : আজ গণেশ চতুর্থী। প্রতিবছর মহা ধুমধামে পালিত হয় এই দিনটি। তবে এবছর করোনা আবহের জেরে অনেক পুজো কমিটি পুজো বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে। শিব ও পার্বতী পুত্র গজানন গণেশ হিন্দুদের বুদ্ধি, সমৃদ্ধি ও সৌভাগ্যের সর্বোচ্চ দেবতা। হিন্দুরা বিশ্বাস করেন এই দিন গণেশ তার ভক্তদের মনোবাঞ্ছা পূর্ণ করতে মর্ত্যে অবতীর্ণ হন। সিদ্ধিদাতা গণেশের জন্মোৎসব রূপে পালিত হয় এই উৎসব।
এই বছর গণেশ চতুর্থীর সময় শনিবার সন্ধে ৭.৫৭ মিনিট অবধি এবং হস্ত নক্ষত্রও সন্ধে ৭.১০ মিনিট পর্যন্ত রয়েছে। গণেশ পূজা ভারতের সর্বত্র অনুষ্ঠিত হলেও এই উৎসব মহারাষ্ট্র, কর্ণাটক, গোয়া,মধ্যপ্রদেশ, গুজরাট, তামিলনাড়ু, তেলঙ্গানা ও অন্ধ্রপ্রদেশ রাজ্যে বিশেষ উৎসাহ উদ্দীপনার সঙ্গে পালিত হয়। গণেশ পুজো চলে দুই থেকে দশ দিন। তারপর ১১ দিনের মাথায় শোভাযাত্রা করে মূর্তি নিয়ে গিয়ে জলে বিসর্জন দেওয়া হয়। ভারতের বাইরে নেপালে এই উৎসব মহাসমারোহে পালিত হয়। শ্রীলঙ্কায় তামিল হিন্দুরাও এই উৎসব পালন করে থাকেন। হিন্দু শাস্ত্রে যে কোনও শুভ কাজ এবং পুজোর শুরুতে সাফল্য কামনায় সবার আগে সিদ্ধিদাতা গণেশ বন্দনা বিধি।