নিউজ ডেস্ক , ০৩ নভেম্বর : আল-কায়দার ঘাঁটিতে হামলা চালিয়ে গুঁড়িয়ে দিল ফ্রান্স। পশ্চিম আফ্রিকার দেশ মালির এক গোপন ঘাঁটিতে বোমা ফেলে ধ্বংস করে দেওয়া হয়েছে। ঘটনায় ৫০ জনের বেশি জঙ্গি খতম হয়েছে দাবি ফ্রান্সের।
গত জুনেই আল কায়দার শীর্ষ নেতা আবদেলমালেক দ্রুকদেলকে খতম করা হয়েছিল মালিতেই। ফ্রান্স জানিয়েছে তাঁদের পরবর্তী লক্ষ্য ইসলামিক স্টেটের জঙ্গি ডেরাগুলি। এরজন্য গ্রেটার সাহারা এলাকায় ৩ হাজারের বেশি সেনা মোতায়েন করেছে ফ্যান্স। বেশকিছু দিন ধরেই ইসলামিক স্টেটের সন্ত্রাসবাদী কার্যকলাপ বেড়ে যাওয়ায় উদ্বিগ্ন ফরাসি সরকার। প্রতিরক্ষামন্ত্রী জানিয়েছেন, মধ্য মালিতে একটি এলাকায় ফরাসি বাহিনী ড্রোনের মাধ্যমে নজরদারি চালাচ্ছিল। তখনই তাঁদের নজরে আসে আনারুল ইসলাম গোষ্ঠীর জঙ্গিদের একটা বিশাল কনভয়। এই আনারুল গোষ্ঠী আল-কায়দার সঙ্গে কাজ করে। এরপরই মালির বুরকিনা ফাসো এবং নাইজেরিয়ার সীমান্ত এলাকায় শুক্রবার অভিযান চালায় ফরাসি সেনা। তিনি আরও জানিয়েছেন, ফরাসি ড্রোন দেখতে পেয়েই জঙ্গিদলটি একটি গোপন ডেরায় লুকিয়ে পড়ে। পরে সেটিকে চিহ্নিত করেই ফরাসি বিমানবাহিনী হামলা চালায়। তাতেই বহু জঙ্গির প্রাণ গিয়েছে। তবে চারজনকে জীবন্ত পাকড়াও করা সম্ভব হয়েছে বলেও দাবি করেছেন ফরাসি প্রতিরক্ষামন্ত্রী ফ্লোরেন্স পার্লি। ঘটনাস্থল থেকে উদ্ধার হয়েছে প্রচুর বিস্ফোরক ও আত্মঘাতী হামলায় ব্যবহৃত সুইসাইডাল ভেস্ট।