নিউজ ডেস্ক , ১৭ অক্টোবর : লাদাখ সীমান্তে চিনের সঙ্গে সংঘাতের আবহের মধ্যে বায়ুসেনার শক্তি বাড়াতে প্রথম পর্যায়ে গত জুলাই মাসে ফ্রান্স থেকে ৫ টি রাফাল যুদ্ধ বিমান ভারতে পৌঁছায়। এবার দ্বিতীয় পর্যায়ে নভেম্বরে ভারতে আসছে আরও ৩-৪ টি রাফাল যুদ্ধবিমান।
দ্বিতীয় পর্যায়ে নভেম্বরের প্রথমে ভারতের মাটি ছুঁতে চলেছে আরও ৩-৪ টি রাফাল যুদ্ধ বিমান। ইতিমধ্যেই তার প্রস্তুতি শুরু হয়ে গেছে। জানা গেছে চলতি বছরের জুলাই মাসে ফ্রান্সের ইস্ট্রেস এয়ারবেস থেকে ৭ হাজার কিমি দীর্ঘ যাত্রাপথ অতিক্রম করে হরিয়ানার আম্বালায় ৫ টি রাফাল যুদ্ধ বিমান ভারতে এসেছিল। এরপর ১০ ই সেপ্টেম্বর আম্বালা বিমানঘাঁটিতে আনুষ্ঠানিকভাবে বায়ুসেনার অন্তর্ভুক্ত করা হয় ভারতে আসা রাফাল যুদ্ধ বিমানগুলিকে। সেগুলো ইতিমধ্যেই লাদাখের ভারত-চিন সীমান্তে মোতায়েন করা হয়েছে। সূত্রে খবর ভারতীয় পাইলটরা রাফাল চালানোর প্রশিক্ষণ নিচ্ছেন ফ্রান্সে। সম্ভবত ২০২১-র প্রথমদিকে প্রশিক্ষণ শেষ করে দেশে ফিরবেন তাঁরা। এরপর তারপর হরিয়ানার আম্বালা এবং শিলিগুড়ির হাসিমারা বিমানঘাঁটিতে রাফাল যুদ্ধবিমানের সঙ্গে থাকবে একজন করে স্কোয়াড্রেন। লাদাখ সীমান্তে সংঘাতের কারণ বায়ুসেনার শক্তি বৃদ্ধি প্রয়োজন রয়েছে৷ সেকারণে রাফাল যুদ্ধ বিমান গুলি এলে সেগুলো চিনের সীমান্তের দিকেই মোতায়েন করবে বায়ুসেনা।