নিউজ ডেস্ক, ১৭ নভেম্বর : লকডাউনের সময় পরিযায়ী শ্রমিকদের জন্য ত্রাতার ভূমিকায় অবতীর্ণ হয়েছিলেন সোনু সুদ। হাজার হাজার অসহায় পরিযায়ী শ্রমিককে ট্রেনে, বাসে করে বাড়ি পাঠানোর ব্যবস্থা করেছেন তিনি৷ গরীব মানুষদের জন্য যখনই তাঁর প্রয়োজন পড়েছে সাহায্যর হাত বাড়িয়ে দিয়েছেন৷ এখানেই থেমে থাকেন নি তিনি।
কাউকে বাড়ি বানিয়ে দিয়েছেন। আবার কাউকে চিকিৎসার খরচেরও ব্যবস্থা করে দিয়েছেন৷ ফলে ধীরে ধীরে রিল লাইফের ভিলেন থেকে রিয়েল লাইফের হিরো হয়ে ওঠেন সোনু সুদ। এনিয়ে একটি বইও লিখেছেন তিনি। বইটির নাম ‘আই অ্যাম নই মসীহা৷’ সেই বইতে নিজেকে হিরো মানতে নারাজ বলিউডের এই অভিনেতা৷ সমাজে তাঁর এই অবদানের জন্য সোনু সুদকে এবার আইকন ঘোষণা করল পাঞ্জাব নির্বাচন কমিশন। পাঞ্জাব নির্বাচন কমিশনের দফতরের টুইটার একাউন্ট থেকে এখবর জানানো হয়েছে। এতে করে সোনু ভক্তরা খুশি হবেন তা বলাই যায়।
ਲੋਕਾਂ ਦਾ ਅਸਲ ਹੀਰੋ ਹੁਣ ਪੰਜਾਬ ਦਾ ਸਟੇਟ ਆਈਕਨ – ਸੋਨੂੰ ਸੂਦ @SonuSood (ਫ਼ਿਲਮ ਅਦਾਕਾਰ ਅਤੇ ਲੋਕ ਹਿਤੈਸ਼ੀ) #TheCEOPunjab #CEO #Punjab #Election #Voter #YouthVote #SVEEPPunjab #ECI #ELC #ElectoralLiteracy #YourVoteMatters #myvotematters #NoVoterToBeLeftBehind #SpecialSummaryRevision2021 pic.twitter.com/dH8VvDhYqh
— Chief Electoral Officer, Punjab (@TheCEOPunjab) November 16, 2020