নিজস্ব সংবাদদাতা ,ডালখোলা , ১৮ নভেম্বর : তৃনমুল কংগ্রেস নেতা তথা রাজ্যের মন্ত্রী শুভেন্দু অধিকারীর সমর্থনে ডালখোলা পৌরসভার বিভিন্ন এলাকায় বেশ কয়েকটি ব্যানার টাঙানোকে নিয়ে রাজনৈতিক চাপান উতর শুরু হয়েছে বুধবার । এদিন সকালে ডালখোলা পৌর এলাকার মল্লিকপুর মোড় ও বাজার সংলগ্ন স্থানে “আমরা দাদার অনুগামী” নামে কেউ বা কারা শুভেন্দু অধিকারীর সমর্থনে এই ব্যানার লাগানোয় গুঞ্জন শুরু হয়েছে বিভিন্ন মহলে।
দেখা যাচ্ছে,ওই ব্যানারে লেখা রয়েছে, “দাদা তুমি সৈনিক নও, তুমি আমাদের সেনাপতি”। যদিও এই ব্যানার লাগানোকে তেমন গুরুত্ব দিচ্ছেন না ডালখোলা তৃণমূল কংগ্রেস নেতৃত্ব। তৃণমূল কংগ্রেসের ডালখোলা শহর সভাপতি তনয় দে বলেন, শুভেন্দু অধিকারী তৃণমূল কংগ্রেসের একজন নেতা তিনি বহুদিন ধরে উত্তর দিনাজপুর জেলার অবজার্ভারের দায়িত্বে আছেন। তার অনুগামী থাকতে পারে। তারাই এই ব্যানার লাগিয়েছে। তবে এ নিয়ে আমাদের দলের ভেতরে কোনো কোন্দল নেই। অপর দিকে যুব তৃণমূল কংগ্রেসের ডালখোলা শহর সভাপতি রাকেশ সরকার বলেন, ডালখোলায় তৃণমূল কংগ্রেসের নেতা কর্মীরা সবাই একজোট হয়ে কাজ করে চলেছে। আমরা সবাই মমতা ব্যানার্জির সৈনিক। তার কথাই শেষ কথা বলে আমরা মনে করি। শুভেন্ধু বাবু দলের একজন নেতা তার নামে ব্যানার লাগানো নিয়ে কোনো রাজনীতি নেই। তার প্রিয়জন তার সমর্থনে ব্যানার লাগাতেই পারে, এটা কোনো বড় ব্যাপার নয়। যদিও এব্যাপারে উত্তর দিনাজপুর জেলা তৃণমূল কংগ্রেসের সহ সভাপতি সুভাষ গোস্বামী এপ্রসঙ্গে কিছু বলতে চাননি।