নিউজ ডেস্ক,১৩ইজানুয়ারিঃরাজ্য সরকারের উদ্যোগে উত্তর দিনাজপুর জেলায় তৈরি হচ্ছে ‘সুসংহত টেক্সটাইল পার্ক’। এরই পরিপ্রেক্ষিতে শুক্রবার স্পিনিং মিল চত্বরে আসেন রাজ্যের আধিকারিকেরা। তারা গোটা স্পিনিং মিল চত্বর পরিদর্শন করেন রায়গঞ্জের কর্ণজোড়ায় বন্ধ স্পিনিং মিল চত্ত্বরে তৈরি হবে এই টেক্সটাইল পার্ক। রাজ্য সরকার ইতিমধ্যেই স্পিনিং মিলের জমি হস্তান্তর করেছে ‘ওয়েস্ট বেঙ্গল স্মল ইন্ডাস্ট্রিজ ডেভেলপমেন্ট কর্পোরেশন’কে। জানা গিয়েছে, কর্ণজোড়ায় অবস্থিত এই স্পিনিং মিলটি ২০১২ সাল থেকে বন্ধ। মিলের কর্মচারীদের বিকল্প আয়ের জন্য সরকারি বিভিন্ন দপ্তরে কর্মসংস্থানের সুযোগ করে দিয়েছে। মিল চত্ত্বরে রয়েছে মোট ৩৩.৫৭ একর জমি। জমিটিকে বিভিন্ন প্লটে ভাগ করা হবে।উত্তর দিনাজপুর জেলা শিল্প কেন্দ্রের মুখ্য প্রবন্ধক সুনীল চন্দ্র সরকার বলেন, স্পিনিং মিলের একটি বিল্ডিং রয়েছে। ওই বিল্ডিংয়ের মুল অংশ দেওয়া হবে গভর্মেন্ট আন্ডারটেকিং সংস্থা ‘তন্তুজ’কে। সেখানে ‘পাওয়ার লুম’ প্রজেক্ট তৈরি করার জন্য ইতিমধ্যেই ৪৮ টি মেশিন ইন্সটল করার কাজ শুরু করেছে তন্তুজ। যার মধ্যে ১২ টি মেশিন চলে এসেছে। আগামী এক মাসের মধ্যে বাকি ৩৬ টি মেশিন আনা হবে। জেলার প্রত্যেকটা স্কুলের পোশাক সহ অন্যান্য বিভিন্ন ধরনের পোশাক উৎপাদন করা হবে এখান থেকে।এই পার্কে টেক্সটাইল সংক্রান্ত ইউনিট তৈরির লক্ষ্যে ছোট বড় মিলিয়ে মোট ৮৬ টি প্লট চিহ্নিতও করা হয়েছে। টেক্সটাইল পার্কে বিনিয়োগের জন্য বিজ্ঞাপন দেওয়া হয়েছে।
রাজ্য সরকারের উদ্যোগে উত্তর দিনাজপুর জেলায় তৈরি হচ্ছে ‘সুসংহত টেক্সটাইল পার্ক’
