নিউজ ডেস্ক , ২৮ ডিসেম্বর : বার্ধক্য জনিত সমস্যায় দক্ষিণ কলকাতার সাদার্ন অ্যাভেনিউ এর এনজি নার্সিংহোমে চিকিৎসাধীন স্বনামধন্য গায়িকা নির্মলা মিশ্র। তিনি তাঁর গাওয়া আধুনিক বাংলা এবং সিনেমার বিখ্যাত গানের জন্য বহুল পরিচিত।
দক্ষিণ কলকাতার চেতলার বাসিন্দা নির্মলা মিশ্র তার ঘনিষ্ঠ মহলে ‘ঝামেলা’দি নামে পরিচিত। হঠাৎই রক্তচাপ কমে যাওয়ায় তাকে ভর্তি করতে হয় নার্সিংহোমে। জানা গিয়েছে, নতুন করে শারীরিক অবস্থার অবনতি হয় নি তার। ২ দিন আগেই মাইল্ড অ্যাটাক হয়েছিল তার। রবিবারই সিটিস্ক্যান ও কোভিড ১৯ টেস্ট হয়। আজই রিপোর্ট আসবে পরীক্ষা গুলির।