খানাখন্দে ভরা রতুয়া রাজ্যসড়ক, মেরামতির দাবী স্থানীয়দের

নিউজ ডেস্ক , রতুয়া , ৯ সেপ্টেম্বর :  প্রথম দর্শনে মনে হতে পারে, ভুল করে রাস্তা ছাড়িয়ে পুকুরধারে চলে এসেছে গাড়ি। কিন্তু এমনটাই অবস্থা রতুয়া ১ ব্লকের মূল সড়কপথের। রতুয়া ১ ব্লকের সবচেয়ে গুরুত্বপূর্ণ এলাকা ব্লক মোড়৷ এখান থেকে মালদা, হরিশ্চন্দ্রপুর ও দেবীপুরগামী রাস্তা বেরিয়েছে৷ এই মোড় সংলগ্ন এলাকায় রয়েছে বাসস্ট্যান্ড, থানা, বিডিও অফিস প্রভৃতি৷ প্রতিদিন কয়েক হাজার মানুষ এই মোড় দিয়ে যাতায়াত করে৷ অসংখ্য যানবাহনও এই মোড় দিয়ে চলাচল করে৷ ফলে বেহাল রাস্তায় ছোটখাটো দুর্ঘটনা লেগেই রয়েছে৷ কিন্তু কারোর ভ্রুক্ষেপ নেই৷

এলাকার বাসিন্দা সুধীর সরকার,অনিল চন্দ্র মিশ্র অভিযোগ করে বলেন, প্রতিদিন রতুয়া, বাহারাল থেকে এই রাস্তা দিয়ে পণ্য বোঝাই ও যাত্রীবাহী যানবাহন চলাচল করে। কিন্তু বেহাল রাস্তার কারণে প্রাণের ঝুঁকি নিয়ে চলাচল করতে হচ্ছে।
এই রাস্তার উপর দিয়ে বিভিন্ন সরকারি আধিকারিক, আমলাদের গাড়ি যাতায়াত করছে তারপরেও মেরামতির উদ্যোগ নেওয়া হচ্ছে না। রাস্তা সংস্কারে প্রশাসনের নিষ্ক্রিয়তায় যে কোনও মুহূর্তে বড়সড় দুর্ঘটনা

ঘটে যেতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন এলাকার বাসিন্দারা। সবচেয়ে বেশি সমস্যায় পড়ছেন যানবাহনের চালকেরা। গাড়িচালকদের অভিযোগ , রতুয়া ১ ব্লকের অনেক জায়গাতেই রাস্তার হাল খুব খারাপ৷ বিশেষ করে ব্লক মোড়ের পরিস্থিতি ভয়াবহ৷ গর্তে গাড়ি নামালে সামনের দিকের অংশ রাস্তায় ধাক্কা খাচ্ছে৷ ফলে হামেশাই ভেঙ্গে যাচ্ছে গাড়ির যন্ত্রাংশ। অবিলম্বে প্রশাসনের কাছে রাস্তা মেরামতির দাবী জানিয়েছেন তারা।

জেলা পরিষদ সদস্য হুমায়ুন কবির জানিয়েছেন, বেহাল রাস্তার বিষয়ে জেলাশাসক ও বিডিওকে চিঠি দিয়েছেন। শীঘ্রই রাস্তা মেরামতির কাজ শুরু হবে বলে জানান তিনি।অন্যদিকে
রতুয়া ১ নম্বর ব্লক বিডিও সানোয়ার আলী জানান, রাস্তা সংস্কারের বিষয়ে ইতিমধ্যে পূর্ত দপ্তরকে জানানো হয়েছে।

 

আরও পড়ুন –  বিনামূল্যে স্বাস্থ্য শিবির কালিয়াগঞ্জে

Next Post

হাঁসফাঁস গরমে আবুধাবী স্টেডিয়ামে অনুশীলন নাইটদের, জয়ের ব্যাপারে আশাবাদী কিং খান

Wed Sep 9 , 2020
নিতাই সাহা, ৯ সেপ্টেম্বর :  আগামী ১৯ শে সেপ্টেম্বর থেকে সংযুক্ত আরব আমিরশাহীতে শুরু হচ্ছে আই পি এলের মহারণ। বাইশগজের যুদ্ধে প্রতিটি দল পুরোদমে ব্যাটে বলে অনুশীলন চালিয়ে যাচ্ছে। থেমে নেই কলকাতা নাইট রাইডার্স বা কে কে আর৷ আগামী ২৩ শে সেপ্টেম্বর মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে মাঠে নামছে কিং খানের দল। […]

আপনার পছন্দের সংবাদ