নিউজ ডেস্ক, ইংরেজবাজার ৯ সেপ্টেম্বর : বৈধ কাগজপত্র না থাকায় আত্মীয়র বাড়িতে বেড়াতে এসে পুলিশের জালে ধরা পড়ল বাংলাদেশী যুবক। ঘটনাটি ঘটেছে মালদার ইংরেজবাজারের কুমার মোড় এলাকায়। মঙ্গলবার রাতে ইংরেজবাজার থানার পুলিশ বিশেষ সূত্রে খবর পেয়ে গৌড় কন্যা বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকা থেকে ওই বাংলাদেশী যুবককে গ্রেফতার করে। ধৃতকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ জানতে পেরেছে ওই যুবকের নাম বাবু শেখ। তার বাড়ি বাংলাদেশের যশোর জেলায়।
সে ইংরেজবাজার থানার কুমার মোড় এলাকায় নিকট এক আত্মীয়র বাড়িতে বেড়াতে এসেছিল। বর্তমানে সে ওখানেই ছিল। কিন্তু তার কাছ থেকে কোনও রকম পাসপোর্ট বা বৈধ কাগজ পত্র পায় নি পুলিশ। স্বাভাবিকভাবেই কিভাবে সে বাংলাদেশ থেকে এদেশে এল সেবিষয়ে তদন্ত শুরু করেছে পুলিশ। অভিযুক্ত ওই যুবককে মঙ্গলবার মালদা জেলা আদালতে তোলে ইংরেজবাজার থানার পুলিশ।