নিউজ ডেস্ক, ১০ সেপ্টেম্বর : ঘোর বর্ষাকাল নয়। অথচ বজ্র-বিদ্যুৎ সহ বৃষ্টিপাত শুরু হয়েছে উত্তর দিনাজপুর জেলার বিভিন্ন ব্লকে। আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে, বর্তমানে মৌসুমী অক্ষরেখা অবস্থান করেছে দক্ষিণবঙ্গে। খগড়পুর, রাঙামাটি হয়ে দক্ষিণ-পূর্ব দিকে অগ্রসর হয়ে মৌসুমী অক্ষরেখা ক্রমশঃ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত হয়েছে। এরই পাশাপাশি অসমের তৈরি হয়েছে একটি ঘূর্ণাবর্ত।
তার জেরেই জলীয়বাষ্প পশ্চিমবঙ্গে ঢুকতে শুরু করেছে বঙ্গোপসাগর থেকে। দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় হালকা বৃষ্টির কথা থাকলেও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে মালদহ ও উত্তর দিনাজপুরে। ফলে এদিন সকাল থেকেই উত্তর দিনাজপুরের রায়গঞ্জ সহ অন্যান্য ব্লকে বৃষ্টিপাত শুরু হয়েছে৷ সঙ্গে বজ্র-বিদ্যুৎ সহকারে।
আবহাওয়া দফতর থেকে জানা গেছে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার জলপাইগুড়ি-এই পাঁচ জেলায় রবিবার পর্যন্ত ভারী বৃষ্টি হবে বলেই জানিয়েছে আবহাওয়া দফতর। বাতাসে জলীয় বাষ্প বেশি থাকায় বৃহস্পতিবার দিনভর আর্দ্রতা জনিত অস্বস্তি থাকবে।