আসামের ঘূর্ণাবর্তর জেরে বৃষ্টি উত্তরবঙ্গে

নিউজ ডেস্ক, ১০ সেপ্টেম্বর : ঘোর বর্ষাকাল নয়। অথচ বজ্র-বিদ্যুৎ সহ বৃষ্টিপাত শুরু হয়েছে উত্তর দিনাজপুর জেলার বিভিন্ন ব্লকে। আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে, বর্তমানে মৌসুমী অক্ষরেখা অবস্থান করেছে দক্ষিণবঙ্গে। খগড়পুর, রাঙামাটি হয়ে দক্ষিণ-পূর্ব দিকে অগ্রসর হয়ে মৌসুমী অক্ষরেখা ক্রমশঃ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত হয়েছে। এরই পাশাপাশি অসমের তৈরি হয়েছে একটি ঘূর্ণাবর্ত।

তার জেরেই জলীয়বাষ্প পশ্চিমবঙ্গে ঢুকতে শুরু করেছে বঙ্গোপসাগর থেকে। দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় হালকা বৃষ্টির কথা থাকলেও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে মালদহ ও উত্তর দিনাজপুরে। ফলে এদিন সকাল থেকেই উত্তর দিনাজপুরের রায়গঞ্জ সহ অন্যান্য ব্লকে বৃষ্টিপাত শুরু হয়েছে৷ সঙ্গে বজ্র-বিদ্যুৎ সহকারে।

আবহাওয়া দফতর থেকে জানা গেছে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার জলপাইগুড়ি-এই পাঁচ জেলায় রবিবার পর্যন্ত ভারী বৃষ্টি হবে বলেই জানিয়েছে আবহাওয়া দফতর। বাতাসে জলীয় বাষ্প বেশি থাকায় বৃহস্পতিবার দিনভর আর্দ্রতা জনিত অস্বস্তি থাকবে।

Next Post

অবসাদ - আত্মহত্যা ও কোভিড ১৯

Thu Sep 10 , 2020
 নিউজ ডেস্ক ১০ সেপ্টেম্বর :   ২০০৩ সাল থেকে বিশ্বজুড়ে বিভিন্ন কর্মসূচির মাধ্যমে পালিত হচ্ছে আত্মহত্যা প্রতিরোধ দিবস। ১০ সেপ্টেম্বর দিনটি ইন্টারন্যাশনাল অ্যাসোসিয়েশন ফর সুইসাইড প্রিভেনশন (I A S P) বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO) এবং ওয়ার্ল্ড ফেডারেশন ফর মেন্টাল হেলথের (WFMH) বিশ্ব আত্মহত্যা প্রতিরোধ দিবস হিসেবে স্বীকৃতি দিয়েছে। পৃথিবীতে জন্ম নেওয়া […]

আপনার পছন্দের সংবাদ