নিউজ ডেস্ক , ২১ ডিসেম্বর : সোমবার ২১-শে ডিসেম্বর এক বিরল মহাজাগতিক দৃশ্যের সাক্ষী হতে চলেছে গোটা বিশ্বের মানুষ। এদিন সূর্যাস্তের পর আকাশের দক্ষিণ-পশ্চিম দিকে তাকালে খুব কাছাকাছি দেখা যাবে বৃহস্পতি ও শনি গ্রহকে। জ্যোতির্বিদরা জানিয়েছেন, ২০ বছর পর পর বৃহস্পতি ও শনি কাছাকাছি আসে। তবে এবারের মতো কাছাকাছি আসছে প্রায় চারশো বছর পর।
মহাকাশ কি? মহাকাশে কী রয়েছে? অজানাকে জানার আর গভীর রহস্যে মোড়া মহাকাশ নিয়ে প্রতিনিয়ত চলছে পরীক্ষা, নিরীক্ষা ও গবেষণা৷ আমেরিকার নাসা থেকে শুরু করে ভারতের ইসরো বিশ্বজুড়ে মহাকাশ নিয়ে নানা গবেষণা চলছে ৷ তা সত্ত্বেও অসীম মহাকাশ নিয়ে নানা প্রশ্নের উত্তর খুঁজতে ৪০০ বছর ধরে বিরামহীন গবেষণা চালিয়ে যাচ্ছেন গবেষকেরা। ১৬ শতকের জ্যোতির্বিদ জোহান কেপলার থেকে শুরু করে এ যুগের স্টিফেন হকিং পর্যন্ত মহাবিশ্বের রহস্য উদ্ধারে বিভিন্ন তত্ত্ব নিয়ে কাজ করেছেন। এই রহস্যময় মহাকাশে ২১-শে ডিসেম্বর এক বিরল মহাজাগতিক দৃশ্যের সাক্ষী হতে চলেছে গোটা বিশ্বের মানুষ। এদিন সূর্যাস্তের পর আকাশের দক্ষিণ-পশ্চিম দিকে চোখ রাখলে খুব কাছাকাছি দেখা যাবে বৃহস্পতি ও শনি গ্রহকে। জ্যোতির্বিদরা জানিয়েছেন, ২০ বছর পর পর বৃহস্পতি ও শনি কাছাকাছি আসে। তবে এবারের মতো কাছাকাছি আসছে প্রায় চারশো বছর পর। স্বাভাবিকভাবেই মহাকাশের এই দুটি গ্রহকে দেখতে উদগ্রীব কৌতুহলি মানুষজন। বিরল এই মহাজাগতিক দৃশ্যর জন্য আজ গুগলও তাদের সার্চ ইঞ্জিনের হোম পেজ পরিবর্তন করেছে। গুগল খুললেই ভেসে উঠছে অ্যানিমেশনের কাল্পনিক মহাকাশ। যেখানে পাশাপাশি অবস্থান করছে এই দুই গ্রহ ।