বিস্ফোরণে কেঁপে উঠল কাবুল, নিহত ৯

নিউজ ডেস্ক , ২০ ডিসেম্বর : বিস্ফোরণে কেঁপে উঠল আফগানিস্তানের রাজধানী কাবুল। রবিবার সকালে এক গাড়িবোমা বিস্ফোরণে মৃত্যু হয়েছে ৯ জনের, আহত ২০। তবে হতাহতের সংখ্যা বাড়তে পারে বলেও জানা যায়।

রবিবার এই তথ্য টুইটারে প্রকাশ করেছেন আফগানিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মাসুদ আনদারাবি। আফগান স্বরাষ্ট্র মন্ত্রকের মুখপাত্র তারিক আরিয়ান জানিয়েছেন, ‘কাবুল শহরে সন্ত্রাসবাদীরা আক্রমণ শানিয়েছে। বিস্ফোরণে আমাদের ৯ জন নাগরিক মারা গিয়েছেন এবং কমপক্ষে ২০ জন আহত হয়েছেন।’
আফগান নিরাপত্তা বাহিনী পক্ষ থেকে জানানো হয়েছে, কাবুলের পশ্চিম প্রান্তে একটি জনবহুল এলাকায় নাশকতা ঘটাতে একটি বিস্ফোরক বোঝাই গাড়ি ব্যবহার করে সন্ত্রাসবাদীরা। বিস্ফোরণে হতাহতের খবর স্বীকার করেছে আফগানিস্তানের স্বাস্থ্য মন্ত্রকও।

Next Post

নির্মীয়মাণ সংশোধনাগার পরিদর্শনে মালদায় এলেন রাজ্যের এডিজি (কারা), বৈঠক আধিকারিকদের সঙ্গে

Sun Dec 20 , 2020
নিজস্ব সংবাদদাতা , চাঁচল , ২০ ডিসেম্বর : রবিবার চাঁচলে নির্মীয়মান মহকুমা সংশোধনাগারের কাজ খতিয়ে দেখতে মালদায় এলেন এডিজি (কারা) পীযুষ পাণ্ডে৷ এদিন চাঁচলের কদলার মাঠে নির্মীয়মান সংশোধনাগারের খুঁটিনাটি কাজ খতিয়ে দেখেন তিনি ৷ এদিন তার সঙ্গে এই পরিদর্শনে ছিলেন ডিআইজি (কারা), চাঁচল মহকুমা পুলিশ আধিকারিক শুভেন্দু মণ্ডল, চাঁচল থানার […]

আপনার পছন্দের সংবাদ