নিউজ ডেস্ক , ২১ ডিসেম্বর : জাল লাইসেন্স নিয়ে বিমান ওড়ানোয় অবশেষে ৫০ জন পাকিস্তানি পাইলটের লাইসেন্স বাতিল করলো পাকিস্তানের সিভিল অ্যাভিয়েশন অথারিটি (CAA)। ঘটনার সুত্রপাত গত মে মাসে। করাচিতে ভয়ংকর এক বিমান দুর্ঘটনায় প্রাণ হারিয়েছিলেন ৯৭ জন মানুষ।
সেই সময়ই অভিযোগ ওঠে, পাকিস্তানের পাইলটদের যোগ্যতা নিয়ে। এমনকি খোদ বিমানমন্ত্রীই এই সন্দেহ প্রকাশ করেন এবং বলেন বহু পাইলটই ভুয়ো লাইসেন্স নিয়ে বিমান চালাচ্ছেন। অবশেষে সেই সন্দেহই সত্যি হল। সেই ভিত্তিতেই কেবল লাইসেন্স বাতিল করাই নয়, ওই পাইলটরা কী করে জাল সার্টিফিকেট পেলেন সে বিষয়েও তদন্ত করা হবে বলে জানা গিয়েছে। রবিবার সিএএ- এর পক্ষ থেকে জানানো হয়েছে, আন্তর্জাতিক অসামরিক বিমান সংস্থার (ICAO) কথা মেনে মোট ৮৬০ জন পাইলটের মধ্যে এখনও পর্যন্ত ২৫৯ জনের নথি যাচাইয়ের কাজ সম্পন্ন হয়েছে ৷ তাদের মধ্যেই ৫০ জন পাইলটের লাইসেন্স বাতিল করা হয়েছে ৷ যাদের লাইসেন্স বাতিল হয়েছে, তারা পিআইএ ছাড়াও সে দেশের বিভিন্ন বেসরকারি উড়ান সংস্থা ও বিদেশের উড়ান সংস্থারও বিমান চালাতেন বলে জানা গিয়েছে ৷