নিজস্ব সংবাদদাতা , ইটাহার , ২০ নভেম্বর : বিরসা মুন্ডার ১৪৬ তম জন্মদিবস উপলক্ষে বিভিন্ন কর্মসূচি পালন করা হলো ইটাহারে। শুক্রবার বিরসা সেবাইত সমিতির উত্তর দিনাজপুর জেলা কমিটির উদ্যোগে ইটাহার পাড়া প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে বিরসা মুন্ডার প্রতিকৃতিতে মাল্যদান করেন সংগঠনের সদস্যরা। পাশাপাশি এই উপলক্ষে মাঠ প্রাঙ্গনে ৮ টি ফুটবল দলের একদিনের নক আউট ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয় বিদ্যালয় প্রাঙ্গণে।
পাশাপাশি স্বেচ্ছায় রক্তদান শিবির, মহিলা ও পুরুষদের তীরন্দাজি প্রতিযোগিতা, আদিবাসী মহিলাদের হাড়িভাঙ্গা সহ অন্যান্য প্রতিযোগিতার আয়োজন করা হয়। এদিনের অনুষ্ঠান মঞ্চ থেকে আদিবাসী সম্প্রদায়ের কৃতি ছাত্র-ছাত্রীদের সংবর্ধনা এবং দুঃস্থ মানুষদের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয় সংগঠনের পক্ষ থেকে। এদিনের কর্মসূচিতে সংগঠনের রাজ্য সম্পাদক ধীরেন্দ্রনাথ পাহান, মোহন পাহান, শ্যাম পাহান সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। সংগঠনের রাজ্য সম্পাদক ধীরেন্দ্রনাথ পাহান বলেন, আমাদের আদিবাসী সম্প্রদায়ের ভগবান বিরসা মুন্ডার জন্মদিন প্রতিবছরের মতো এবারও পালন করা হচ্ছে। তবে করোনা আবহে কিছু অনুষ্ঠান বাতিল করে আদিবাসীদের নিয়ম-নীতি মেনে কয়েকটি অনুষ্ঠানের মধ্য দিয়ে ভগবান বিরসা মুন্ডার জন্মদিন পালন করা হচ্ছে। সে উপলক্ষে এদিন মাঠ প্রাঙ্গনে একদিনের নকআউট ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে। এদিনের এই টুর্নামেন্টে আটটি ফুটবল দল অংশগ্রহণ করে। পাশাপাশি জেলা ব্লাড ব্যাংকের ক্রমবর্ধমান রক্ত সংকট নিরসনে আয়োজন করা হয়েছিল স্বেচ্ছায় রক্তদান শিবিরের। এদিনের এই রক্তদান শিবিরে বেশ কয়েকজন রক্তদাতা রক্তদান করেন। পাশাপাশি মহিলা এবং পুরুষদের তীরন্দাজি প্রতিযোগিতা, আদিবাসী মহিলাদের হাড়িভাঙ্গা সহ অন্যান্য প্রতিযোগিতামূলক খেলার আয়োজন করা হয়। এদিনের অনুষ্ঠান মঞ্চে থেকে আদিবাসী সম্প্রদায়ের কৃতি ছাত্র-ছাত্রীদের সংবর্ধনা এবং দুঃস্থ মানুষদের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয় সংগঠনের তরফে। এদিনের উৎসবের সূচনা করেন সংগঠনের রাজ্য সম্পাদক ধীরেন্দ্রনাথ পাহান। ধীরেন্দ্রনাথ পাহান ছাড়াও এদিনের কর্মসূচিতে জেলা সম্পাদক মোহন পাহান, জেলা সহ-সভাপতি শ্যাম পাহান, রাজ্য সম্পাদক কার্তিক পাহান, শুকরা পাহান সহ অন্যান্য সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।