নিজস্ব সংবাদদাতা , ডালখোলা , ২০ নভেম্বর : আগামী ২৬ নভেম্বর কেন্দ্রীয় ও রাজ্য সরকারের বিভিন্ন নীতির বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে ভারত বন্ধের ডাক দিয়েছে বাম কংগ্রেস জোট। উত্তর দিনাজপুর জেলায় সেই বন্ধকে সফল করতে বৃহস্পতিবার বামফ্রন্ট ও কংগ্রেসের নেতারা ডালখোলা হাইস্কুল মোড়ে একটি বাড়িতে বৈঠকের আয়োজন করা হয়।
এদিনের বৈঠকে উপস্থিত ছিলেন কংগ্রেসের উত্তর দিনাজপুর জেলার কার্যকরী সভাপতি পবিত্র চন্দ, সিপিআইএম এর উত্তর দিনাজপুর জেলা কমিটির সদস্য সুজিত দে সরকার, কংগ্রেসের ডালখোলা শহর সভাপতি আলতাব হুসেন, সিপিআইএম এর ডালখোলা এরিয়া কমিটির সম্পাদক রামকৃষ্ণ বিশ্বাস, সহ প্রমুখ। উত্তর দিনাজপুর জেলার কংগ্রেসের কার্যকরী সভাপতি পবিত্র চন্দ এদিনে বৈঠক এপ্রসঙ্গে, রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেসের তীব্র সমালোচনা করেন। এছাড়া বিজেপি পরিচালিত কেন্দ্রীয় সরকার একাধিক ভ্রান্ত নীতির ফলে জনসাধারণ আজ দিশাহীন। এসবের প্রতিবাদে আগামী ২৬ নভেম্বর বন্ধের ডাক দেওয়া হয়েছে। এই বন্ধে সাধারণ মানুষ সমর্থন জানাবে আমরা আশা রাখছি। অপর দিকে সিপিআইএম এর উত্তর দিনাজপুর জেলা কমিটির সদস্য সুজিত দে সরকার বলেন, কেন্দ্রীয় সরকার ধর্মের নামে রাজনীতি করেছে। করোনা কালে অপরিকল্পিত ভাবে লকডাউন করে জন জীবনকে ব্যাতিব্যাস্ত করে তুলেছে। লকডাউনের অজুহাতে একের পর এক সরকারী সংস্থাকে বেসরকারিকরন করে চলেছে যার কারণে লক্ষ লক্ষ মানুষ আজ বেকার। এসবের প্রতিবাদে আগামী ২৬ নভেম্বর দেশ ব্যাপী ২৪ ঘন্টা বন্ধের ডাক দেওয়া হয়েছে। এই বন্ধকে সফল করতে এদিন বামফ্রন্ট ও কংগ্রেস যৌথ ভাবে বৈঠক আয়োজিত হয়। এদিনের বৈঠকে উপস্থিত ছিলেন কংগ্রেসের উত্তর দিনাজপুর জেলার কার্যকরী সভাপতি পবিত্র চন্দ, সিপিআইএম এর উত্তর দিনাজপুর জেলা কমিটির সদস্য সুজিত দে সরকার, কংগ্রেস নেতা আলতাব হুসেন, সিপিআইএম নেতা রামকৃষ্ণ বিশ্বাস সহ অন্যান্য নেতৃত্বরা।