নিউজ ডেস্ক, ২২ জুলাই : প্রতিরক্ষা ক্ষেত্রে বড় সাফল্য ভারতের। ভূমি থেকে বায়ুতে হামলা চালাতে সক্ষম আকাশ মিসাইলের সফল পরীক্ষামূলক উৎক্ষেপণ করল প্রতিরক্ষা গবেষণা ও উন্নয়ন সংস্থা বা ডি আর ডি ও। এতে করে খুশি বিজ্ঞানীরা।
ডি আর ডি ও সূত্রে জানা গিয়েছে বুধবার ওড়িশার উপকূলে এই মিসাইলের উৎক্ষেপণ পরীক্ষা চালানো হয়। ইন্টিগ্রেটেড টেস্ট রেঞ্জে ভূমি থেকে বায়ুতে হামলা চালাতে সক্ষম আকাশ মিসাইল৷ এই ক্ষেপণাস্ত্রটি সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে তৈরি। প্রসঙ্গত, ২০১৫ সালে আনুষ্ঠানিকভাবে স্থলসেনা ও বায়ুসেনায় অন্তর্ভুক্ত হয় আকাশ মিসাইল সিস্টেম। এই ক্ষেপণাস্ত্র ব্রহ্মস-র মতনই সুপারসনিক। যার সর্বাধিক গতি হল ২.৫ ম্যাক (৩০৮৭ কিমি প্রতি ঘণ্টা)। এটি মধ্যম পাল্লার মিসাইল, যেটা ২৫ কিমি পর্যন্ত দূরে থাকা লক্ষ্যকে সহজেই ধ্বংস করতে পারবে। ৬০ কিলোগ্রাম পর্যন্ত বিস্ফোরক বহন করতে সক্ষম আকাশ মিসাইল। এই অত্যাধুনিক ক্ষেপণাস্ত্রটি যুদ্ধবিমান, ড্রোন, ক্রুজ মিসাইল নিমেষে ধ্বংস করতে সক্ষম। ২০২০ সালে ‘আকাশ’ ক্ষেপণাস্ত্র প্রযুক্তি রপ্তানিতে সম্মতি দেওয়া হয় ক্যাবিনেটের বৈঠকে। অস্ত্র রপ্তানির মাধ্যমে ২০২৫ সাল পর্যন্ত ৫ বিলিয়ন মার্কিন ডলার আয়ের লক্ষমাত্রা রয়েছে কেন্দ্রীয় সরকারের। প্রতিবেশি রাষ্ট চিনের চোখরাঙানী, পেশি আস্ফালন ও পাকিস্তানের সন্ত্রাসের মদত দেওয়ার ফলে ভারত প্রতিরক্ষা শক্তি যথেষ্ট মজবুত করেছে আগের তুলনায়। পাশাপাশি ভবিষ্যতের কথা মাথায় রেখে তাই এই ধরনের শক্তিশালী মিসাইল রপ্তানী করে বিশ্বের অস্ত্র বিক্রির বাজারে নিজেদের উপস্থিতি জানান দেবে ভারত।