নিউজ ডেস্ক , ২৬ নভেম্বর : সদ্য নির্বাচনের পর সাংসদ হিসেবে জয়ী হয়েছেন তিনি। হাজির শপথ নেওয়ার মঞ্চে। কিন্তু এরপরেই সকলকে অবাক করলেন সদ্য নির্বাচিত সাংসদ। ঝরঝরে সংস্কৃত উচ্চারণে শপথ নিয়ে দায়িত্ব নিলেন প্রশাসনিক পদের।তবে অদ্ভূত এই ঘটনা ভারতের নয়। সূদুর নিউজিল্যান্ড পার্লামেন্টে সংস্কৃতে শপথ নিয়ে নজির গড়লেন ভারতীয় বংশোদ্ভূত সাংসদ ডঃ গৌরব শর্মা।
প্রধানমন্ত্রী জ্যাকিন্ডা অ্যাডার্নের লেবার পার্টির হয়েই নির্বাচনে দাঁড়িয়েছিলেন তিনি। বুধবার পশ্চিম হ্যামিল্টন প্রদেশের দায়িত্বভার গ্রহণ করলেন গৌরব শর্মা। শপথগ্রহণের প্রথমে নিউজিল্যান্ডের আদি বাসিন্দাদের কথ্য মাওরি ভাষায় এবং তারপর সংস্কৃত ভাষায় করেন শপথপাঠ করেন তিনি।কারণ মাত্র ৩৩বছর বয়সী নব-নির্বাচিত পার্লামেন্ট সদস্যের শিকড় যে প্রোথিত রয়েছে এই ভারতেই।হিমাচলপ্রদেশের হামিরপুর জেলার বাসিন্দা গৌরব শর্মা মাত্র ১০বছর বয়সে নিউজিল্যান্ডে বসতিস্থাপন করেন। নতুন পরিবেশে মানিয়ে নিতে বেশ বেগ পেতে হয়েছিল তার পরিবারকে। শুরুর চার মাস কোনো কাজ ছিল না তাঁর বাবার। ছিল চরম আর্থিক অনটন।কষ্ট করেই পড়েছেন চিকিৎসাবিজ্ঞান। বর্তমানে চিকিৎসক হিসেবে কর্মরত তিনি। স্বাভাবিকভাবেই সমাজসেবার জন্যই রাজনীতির অলিন্দে পা রাখা।শিকড়ের টান থেকেই শপথগ্রহণে বেছে নেওয়া সংস্কৃত ভাষাকে। ভারতে কোন প্রদেশের নির্দিষ্ট ভাষাকে বেছে নিলে মনঃক্ষুণ্ণ হতে পারে অন্য প্রদেশের অধিবাসীরা। এই কারণেই ভারত ভূখণ্ডে প্রচলিত বিশ্বের অন্যতম প্রাচীন ভাষা সংস্কৃতেই শপথ নেন তিনি। গৌরব শর্মার এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন নিউজিল্যান্ডের ভারতীয় হাইকমিশনার মুক্তেশ পারদেশীও। একইসঙ্গে সোশ্যাল মিডিয়ায় এই কিউয়ি সাংসদকে শুভেচ্ছাবার্তায় ভরিয়ে দিয়েছেন উচ্ছ্বসিত নেটিজেনরাও।