নিউজ ডেস্ক , ২০ নভেম্বর : সামনেই ২৬/১১ মুম্বই হামলার বর্ষ পূর্তি। ২০০৮ সালে পরপর ভয়াবহ সন্ত্রাসবাদী হামলায় কেঁপে উঠেছিল গোটা মুম্বই। এই ঘটনার পর কেটে গিয়েছে এক দশক। আর ক’দিন পর সেই অভিশপ্ত দিনের ১২ বছর পূর্তি। তার আগে বৃহস্পতিবার ভোরে জম্মু (Jammu)-র নগরোটা জেলায় সুরক্ষা বাহিনীর সঙ্গে সংঘর্ষে মারা পড়েছে চার জঙ্গি।
জন্মু কাশ্মীর হাইওয়ের উপর বান টোল প্লাজা (Ban Toll Plaza)-র কাছে নিরাপত্তা রক্ষীদের সঙ্গে সংঘর্ষ হয় জঙ্গিদের। ঘটনায় খতম হয় চার সশস্ত্র জঙ্গি। জানা গিয়েছে, একটি ট্রাকে চেপে জম্মু থেকে কাশ্মীরের উদ্দেশে রওনা দিয়েছিল জঙ্গিদের এই দলটি। বান টোল প্লাজার কাছে তল্লাশির সময় নিরাপত্তা বাহিনীকে লক্ষ্য করে গুলিবর্ষণ করে জঙ্গিরা। মুহূর্তের মধ্যে ট্রাকটিকে ঘিরে ফেলা হয়। এর পর পালটা অভিযান শুরু হয় সুরক্ষা বাহিনীর। প্রায় দু-ঘণ্টা ধরে অভিযান চলে। বৃহস্পতিবার ভোরে জঙ্গি হানাদারির ঘটনায় নগরোটায় নিরাপত্তা আঁটো করা হয়। এঘটনার প্রেক্ষিতে শুক্রবার বিশেষ বৈঠক করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল, বিদেশ সচিব ছাড়াও কেন্দ্রীয় ইন্টেলিজেন্সের ব্যুরোর আধিকারিকরা উপস্থিত ছিলেন। গোয়েন্দাদের অনুমান ২৬/১১ মুম্বই হামলার বর্ষ পূর্তিতে বড়সড় নাশকতার পরিকল্পনা করছিল নগরোটা জেলায় খতম হওয়া সন্ত্রাসবাদীরা। তাই আগে থেকেই সতর্কমূলক ব্যবস্থা নিতে তৎপর কেন্দ্র৷ এনিয়ে জরুরি বৈঠক করলেন খোদ প্রধানমন্ত্রী। শুক্রবার বৈঠকের পর প্রধানমন্ত্রী টুইট করে জানান, জম্মু ও কাশ্মীরে জইশের বড়সড় নাশকতার ছক বানচাল হয়েছে ৷ প্রসঙ্গত, বৃহস্পতিবারের সেই ঘটনায় ৪ জঙ্গিকে খতম করার পর তাদের কাছ থেকে বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র ও বিস্ফোরক উদ্ধার করেছে বাহিনী৷ আর তা থেকেই গোয়েন্দারা অনুমান করছেন, মুম্বই হামলার বর্ষ পূর্তিতে বড়সড় হামলার ছক কষে ছিল জঙ্গিরা। নিরাপত্তা রক্ষী সতর্ক থাকায় ও তাঁদের তৎপরতায় বানচাল হয়েছে সেই অপচেষ্টা। যদিও কেন্দ্রের তরফে সমস্ত নিরাপত্তা এজেন্সীগুলিকে অ্যালার্ট থাকতে বলা হয়েছে।