ডিজিটাল ডেস্কঃ শনিবার সকাল পর্যন্ত প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের অবস্থা অপরিবর্তিত রয়েছে। সেনাবাহিনীর গবেষণা ও রেফারাল (আরএন্ডআর) হাসপাতালের স্বাস্থ্য সংক্রান্ত বুলেটিন অনুযায়ী, ভেন্টিলেটর সহায়তায় রয়েছেন। ৮৪ বছর বয়সী ভারতরত্ন প্রাপকের রক্ত জমাট বাঁধার জন্য ১০ই আগস্ট মস্তিষ্কের অস্ত্রোপচার করা হয়েছিল। পরে কোভিড -১৯ পরীক্ষায় পজিটিভ হন।
এদিন হাসপাতালের বুলেটিন জানাচ্ছে,“আজ সকালে মাননীয় শ্রী প্রণব মুখোপাধ্যায়ের অবস্থা অপরিবর্তিত রয়েছে। তার ভেন্টিলেটরের সমর্থন এখনও অব্যাহত। তাঁর শারিরীক অবস্থা স্থিতিশীল রয়েছে। বিশেষজ্ঞের একটি দল নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে তাকে।”
টুইটারে প্রাক্তন রাষ্ট্রপতির কন্যা শর্মিষ্ঠা মুখোপাধ্যায় জানিয়েছেন, গত বছর পশ্চিমবঙ্গের বীরভূম জেলার কীর্ণাহারে তাদের পৈতৃক বাড়িতে স্বাধীনতা দিবস উদযাপন হয়েছিল বাবার উপস্থিতিতে। তিনি আরও জানান,
“শৈশবে বাবা এবং কাকারা আমাদের গ্রামের পৈতৃক বাড়িতে জাতীয় পতাকা উত্তোলন করতেন। আমি নিশ্চিত যে তিনি আগামী বছর পুনরায় একই কাজ করবেন। জয় হিন্দ।”