নিজস্ব সংবাদদাতা , রায়গঞ্জ , ২০ অক্টোবর : করোনা সংক্রমণের আটমাস অতিক্রান্ত হলেও এখনও বহু মানুষ পুরোপুরি সচেতন নয়। বারবার সচেতনতামূলক বার্তা দেওয়া হলেও হুঁশ ফেরেনি মানুষের। এবারে দূর্গাপুজোয় করোনা সম্পর্কে মানুষকে সচেতন করতে “করোনা” থিমে পুজো করতে চলেছে রায়গঞ্জের উত্তর দেবীনগরের নেতাজী স্পোর্টিং ক্লাব।
এই পুজো সম্পূর্ণ মহিলাদের দ্বারাই পরিচালিত হয়। কি কি উপসর্গ দেখা দিলে করোনা সংক্রমন হতে পারে, সেই সব বিবরণ পুজো মন্ডপে তুলে ধরছে ক্লাব কর্তৃপক্ষ। লালারস পরীক্ষা, হোম আইসোলেশন, রোগীর চিকিৎসা এবং পরবর্তীতে রোগীকে করোনা হাসপাতালে স্থানান্তর। রোগীকে হাসপাতালে নিয়ে যেতে হলে এম্বুলেন্স প্রয়োজন। সেই এম্বুলেন্স পুজো মন্ডপে রাখা হয়েছে মডেল হিসেবে। এছাড়াও পুলিশ, নার্স সহ করোনা ফ্রন্টলাইনারদের পুতুল বানিয়ে দর্শকদের উদ্দেশ্য রাখা হয়েছে। মূলত করোনা সংক্রমণ ঠেকাতে সচেতনামূলক বার্তা দেওয়াই পুজো উদ্যোক্তাদের মূল উদ্দেশ্য।