নিউজ ডেস্ক, মেদিনীপুর, ২৬ সেপ্টেম্বর : গোপন সুত্রে খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে মাটির তলা থেকে উদ্ধার হল বিপুল পরিমাণ অস্ত্রশস্ত্র। শুক্রবার ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে পশ্চিম মেদিনীপুর জেলার গোয়ালতোড় থানার উখলা গ্রাম।
পুলিশ সুত্রের খবর, শুক্রবার গোপন সুত্রে খবর পেয়ে গোয়ালতোর থানার বিশাল পুলিশ বাহিনী তল্লাশি চালায় পশ্চিম মেদিনীপুর জেলার গোয়ালতোড়ের উখলা গ্রাম সংলগ্ন জঙ্গলে। সেখানে মাটি খুঁড়ে পুলিশ উদ্ধার করে ৩০ টি বন্দুক, টিফিন কৌটো ও ইলেকট্রিকের তার। বন্দুকগুলি কম্বলে মুড়ে পলিথিনের বস্তায় পেচিয়ে মাটির নিচে চাপা ছিল। প্রাথমিকভাবে পুলিশের অনুমান, এগুলি বেশ কয়েক বছর আগের পুরনো অস্ত্র। অস্ত্রগুলি জং ধরে অকেজো হয়ে গিয়েছে। কে বা কারা ওই অস্ত্রগুলি ওখানে পুঁতে রেখেছিল তা নিয়ে তদন্ত শুরু করেছে গোয়ালতোড় থানার পুলিশ।
তবে অস্ত্র উদ্ধারের এই ঘটনায় ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে রাজনৈতিক তরজা। এই ঘটনায় সিপিএম-এর দিকে অভিযোগের আঙুল তুলেছে শাসক দল তৃণমূল। তৃণমূল সাংসদ সৌগত রায়ের দাবি, সিপিএম এই ঘটনায় জড়িত। তবে তৃণমূলের অভিযোগ নস্যাৎ করে সিপিএম নেতা সুজন চক্রবর্তী বলেন, যারা এসব করত তারা এখন তৃণমূলের সম্পদ। তাদেরকে জেল থেকে বের করেছেন মুখ্যমন্ত্রী। এই ঘটনায় রাজ্য সরকারকে আক্রমণ করেছেন দিলীপ ঘোষও।
যদিও এই ঘটনার সাথে মাওবাদী যোগ রয়েছে কিনা, তা অবশ্য খতিয়ে দেখছে পুলিশ।