নিউজ ডেস্ক, ইংরেজবাজার, ২৫ সেপ্টেম্বর : পাচারের আগেই বিশেষ সূত্রে খবর পেয়ে রথবাড়ি এলাকা থেকে গাঁজা সমেত এক মহিলা সহ দু’জনকে গ্রেপ্তার করল মালদার ইংরেজবাজার থানার পুলিশ। পুলিশ সূত্রে জানা গেছে, ধৃতদের কাছ থেকে পাঁচটি প্যাকেটে মোট ১৭ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে। যার বাজারমূল্য কয়েক লক্ষ টাকা।
পুলিশ জানিয়েছে ধৃতদের নাম অহেদি বিবি সেখ। তার বাড়ি বর্ধমান জেলা কাটোয়া থানার মাটি পাড়ার পাহাড়পুর কলোনি এলাকায় ও ধৃত যুবকের নাম ছোট্টু খান। তার বাড়ি জলপাইগুড়ি জেলার ভক্তিনগর থানার সাত নম্বর কলোনি মজদুর বস্তি এলাকায়। অভিযুক্তরা ট্রেনে করে মালদা এসেছিল এবং এখান থেকে তিনটি ব্যাগে করে মোট পাঁচ প্যাকেট গাজা নিয়ে তারা বর্ধমানের দিকে যাওয়ার উদ্দেশ্যে রথবাড়ি মোড়ে রাস্তায় বাস ধরার অপেক্ষায় ছিল।
সেই সময় বিশেষ সূত্রে খবর পেয়ে ইংরেজ বাজার থানার পুলিশ হাতে নাতে পাকড়াও করে তাদের। শুক্রবার ধৃতদের মালদা জেলা আদালতে পেশ করা হয়।