ভাত রান্না করতে দেরি ! স্ত্রীকে খুন করে পালাল নেশাখোর স্বামী, চাঞ্চল্য রায়গঞ্জে

ভাত রান্না করতে দেরি ! স্ত্রীকে খুন করে পালাল নেশাখোর স্বামী, চাঞ্চল্য রায়গঞ্জে

নিউজ ডেস্ক , রায়গঞ্জ , ৮ সেপ্টেম্বর :   ভাত রান্না করতে দেরি করায় কাঠের বাটাম দিয়ে মাথায় বাড়ি মেরে স্ত্রীকে খুনের অভিযোগ উঠল স্বামীর বিরুদ্ধে। মঙ্গলবার দুপুরে চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে রায়গঞ্জ থানার নোয়াপাড়া এলাকায়। পুলিশ জানিয়েছে মৃতার নাম কামনা সরকার। পারিবারিক সূত্রে জানা গেছে দুপুরে তার স্বামী সুজন সরকার এসে ভাত চায়। কিন্তু কামনাদেবী একটু বসতে বলায় দুজনের মধ্যে বচসা বাঁধে৷ এরপরেই বাড়িতে কাঠের মোটা বাটাম দিয়ে সুজন তার মাথায় সজোরে আঘাত করে বলে অভিযোগ। ঘটনায় বাড়ির উঠোনের মধ্যে লুটিয়ে পড়েন কামনাদেবী।

 

ঘটনা জানতে পেরেই প্রতিবেশিরা ভিড় জমান বাড়ির সামনে। খবর পেয়ে ঘটনাস্থলে আসে রায়গঞ্জ থানার পুলিশ৷ দ্বীপনগর এলাকা থেকে কামনাদেবীর বাপের বাড়ির লোকজনও ছুটে আসে কিন্তু ততক্ষণে সব শেষ। মৃতের দাদা বিষ্ণু সরকার বলেন, বোনের বিয়ে হয়েছে ৭-৮বছর হল। দুই সন্তান রয়েছে। জামাই সুজন ক্ষৌরকার হলেও দিনের অধিকাংশ সময়েই বন্ধদের সঙ্গে মদ, গাঁজা খেয়ে নেশায় মত্ত হয়ে থাকত। নেশা করে বাড়িতে এসে দীর্ঘদিন ধরেই বোনের উপর অত্যাচার চালাত৷ এর আগেও একাধিকবার বোনকে মারধোর করেছে৷ থানাতেও জামাইয়ের বিরুদ্ধে অভিযোগ জানানো আছে৷

সংসারে অশান্তি লেগেই থাকলেও আমরা ভাবতাম সব ঠিক হয়ে যাবে। কিন্তু সব উলোটপালোট হয়ে গেল। মৃতার বড় মেয়ে অনামিকা জানিয়েছে বাবা বাড়িতে এসে ভাত চেয়েছিল কিন্তু মা বাইরে কাজ থেকে ক্লান্ত হয়ে আসায় একটু বসতে বলে। সেসময় আমিই বাবাকে বলি ভাত রান্না করে দিচ্ছি। কিন্তু সেসব কথা না শুনে মায়ের সাথে ঝগড়া লাগিয়ে ঘরের কাঠের বাটাম দিয়ে মাথায় আঘাত করে। আমার সামনেই মাকে মেরে পালিয়ে গেল বাবা। মর্মান্তিক এই ঘটনায় এলাকাবাসীরাও কার্যত হতবাক। ঘটনার পর থেকে এলাকা থেকে চম্পট দিয়েছে অভিযুক্ত সুজন। তার খোঁজে তল্লাশি চালাচ্ছে রায়গঞ্জ থানার পুলিশ।

 

আরও পড়ুন :  হাইপারসনিক প্রযুক্তির সফল পরীক্ষা করে বিশ্বের চতুর্থ দেশ হিসেবে নাম লেখাল ভারত, কপালে দুঃশ্চিতার ভাঁজ চিন-পাকিস্তানের

Next Post

বিভিন্ন দাবীতে জাতীয় সড়ক অবরোধ সাফাই কর্মীদের। ফের কর্মবিরতির সিদ্ধান্ত

Tue Sep 8 , 2020
নিউজ ডেস্ক , রায়গঞ্জ , ৮ সেপ্টেম্বর :  বেতন বৃদ্ধি সহ সরকারি বিভিন্ন সুযোগ-সুবিধা প্রদানের দাবিতে আন্দোলনে নামলেন রায়গঞ্জ সাফাই কর্মী হরিজন সমিতি। মঙ্গলবার রায়গঞ্জ শহরে পুরুষ ও মহিলা মিলিয়ে কয়েক’শ সাফাই কর্মী মিছিল করে রায়গঞ্জে শিলিগুড়ি মোড়ের জমায়েত হন। সেখানে ৩৪ নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখাতে শুরু […]

আপনার পছন্দের সংবাদ