নিজস্ব সংবাদদাতা , ইটাহার , ০৮ নভেম্বর : আলুর দাম বৃদ্ধি পাওয়ায় রাজ্য সরকারের কৃষি বিপনন দপ্তরের সহযোগিতায় রবিবার ইটাহার চৌরাস্তা এলাকায় বাস টার্মিনাস মার্কেটে সুফল বাংলার স্টলে সরকারি ন্যায্য মূল্যে চালু হল আলু বিক্রি। প্রশাসনের উদ্যোগে এখানে কেজি প্রতি ২৫ টাকা দরে বিক্রি করা হচ্ছে জ্যোতি আলু। ইটাহার ব্লকের চার জায়গায় শিবির করে ন্যায্য মূল্যে আলু বিক্রি করা হচ্ছে। আলু কেনার জন্য সকাল থেকেই লম্বা লাইন ছিলো ক্রেতাদের।
উল্লেখ্য, বাজারে আলুর দাম অগ্নিমূল্য। ফলে সমস্ত জায়গার সাথে সাথে বিপাকে পড়েছেন ইটাহারের সাধারণ মানুষ। এর মধ্যে জ্যোতি আলু সরকারি ভাবে সুফল বাংলার স্টল থেকে ন্যায্য মূল্যে বিক্রি শুরু হল ইটাহারে। ফলে দিনে রাতে সকাল থেকে ইটাহার চৌরাস্তা এলাকায় বাস টার্মিনাস মার্কেটে সুফল বাংলার স্টলে আলু কিনতে ভিড় জমান ইটাহারের আম জনতা। বাজারে বর্তমানে আলু বিক্রি হচ্ছে প্রতি কেজি ৪০ থেকে ৪৫ টাকা। কিন্তু সরকারিভাবে সুফল বাংলার স্টলে জ্যোতি আলু বিক্রি হচ্ছে কেজি প্রতি ২৫ টাকাতে। ফলে স্বস্তি দেখা দিয়েছে সাধারণ মানুষের মধ্যে। স্বাভাবিকভাবেই সাধারণ মানুষ আলু কিনতে ভিড় জমাচ্ছেন সুফল বাংলা স্টলে। ইটাহার ব্লকের চার জায়গায় শিবির করে ন্যায্য মূল্যে আলু বিক্রি হচ্ছে সরকারি ভাবে বলে জানাযায়। এই বিষয়ে কৃষি বিপনণ দফতরের মহকুমা আধিকারিক সুশান্ত মন্ডল জানান, রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের অনুপ্রেরণায় সরকারি ভাবে ইটাহার সুফল বাংলার স্টল থেকে জ্যোতি আলু ২৫ টাকা কেজি দরে বিক্রি করা হচ্ছে। কারণ বাজারে আলুর দাম অনেকে বেশি। আমাদের ইটাহার ব্লকের ইটাহার সুফল বাংলা স্টল, গোপিনাথপুর, পতিরাজপুর, বাঙ্গার এলাকায় শিবির করে সরকারি ভাবে ন্যায্য মূল্যে আলু বিক্রি করা হচ্ছে সাধারণ মানুষের স্বার্থে। গোটা নভেম্বর মাস এইভাবে আলু বিক্রি চলবে সরকারি নির্দেশে। এতে মানুষের সুবিধা হবে। আলু কিনতে আসা ক্রেতা জানান, বাজারে আলুর দাম ৪০ থেকে ৪৫ টাকা কেজি। এখানে রাজ্য সরকারের সুফল বাংলা স্টলে আলু ২৫ টাকা কেজিতে বিক্রি হচ্ছে, সে কারণেই এখানে এসেছি আলু কিনতে। এদিন আলু কেনার জন্য সকাল থেকেই লম্বা লাইন ছিলো ক্রেতাদের।