নিজস্ব সংবাদদাতা , ইটাহার , ০৭ নভেম্বর : গ্রামগঞ্জের খেলাধুলার মানোন্নয়নে নকআউট ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হলো ইটাহারে। ছোট বাহাডোল আদিবাসী রকেট ক্লাবের পরিচালনায় এবং গ্রামের সাধারণ মানুষদের সহযোগিতায় এই ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয়। শনিবার ব্লকের জয়হাট অঞ্চলের ছোট বাহাডোল গ্রামের ফুটবল মাঠে এই খেলার আয়োজন করা হয়।
এদিনের খেলার শুভ সূচনা করেন ইটাহারের বিধায়ক অমল আচার্য। বিধায়ক ছাড়াও এদিনের কর্মসূচিতে চুন্ডা মার্ডি, খেলা মুর্মু, মোহন কিস্কু, প্রশান্ত বর্মন সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। প্রথম দিনের খেলায় পরস্পরের মুখোমুখি হয় বস্কে একাদশ মালদা বনাম একাদশ ওল্ড মালদা। এদিন খেলা দেখতে ভিড় জমিয়েছিলেন ক্রীড়াপ্রেমী অসংখ্য মানুষেরা। উদ্যোক্তারা জানিয়েছেন, সামাজিক দূরত্ব এবং স্বাস্থ্যবিধি মেনে এই টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে। করোনাকালীন সময়ে বহুদিন পর এমন অনুষ্ঠানের আয়োজন। তাছাড়া ইটাহার থানার জয়হাট অঞ্চলের ছোট বাহাডোল আদিবাসী রকেট ক্লাবের পরিচালনায় প্রতিবছরের ন্যায় এ বছরও স্বাস্থ্যবিধি মেনে এবং সামাজিক দূরত্ব বজায় রেখে এই খেলার আয়োজন করা হয়েছে। খেলাধুলোর সাথে ইটাহারবাসী ওতপ্রোতভাবে জড়িত। সে কারণেই স্বাস্থ্যবিধি মেনে এই খেলার আয়োজন করা হয়েছে। শিক্ষার সাথে সাথে তাদের খেলাধুলা পার্শ্ববর্তী অঞ্চলের মানুষদের প্রভাবিত করেছে পাশাপাশি এটি যুবসমাজকেও উদ্বুদ্ধ করবে। এছাড়াও পরিচালন কমিটির সদস্যরা জানিয়েছেন , খেলাধুলা মানব জীবনের একটি অঙ্গ। নিয়মিত শরীরচর্চা এবং খেলাধুলার মাধ্যমে রোগমুক্ত জীবন সম্ভব। তাই প্রত্যেকটি যুবকদের পড়াশোনার সাথে সাথে দৈনিক ক্রীড়া চর্চার আহ্বান জানান। তারা আরও জানিয়েছেন ইটাহার ব্লক সহ পার্শ্ববর্তী অন্যান্য ব্লকের বিভিন্ন ফুটবল দল এদিনের খেলায় অংশগ্রহণ করে। ফুটবল খেলে এদিনের খেলার শুভ সূচনা করেন ইটাহারের বিধায়ক অমল আচার্য। বিধায়ক ছড়াও এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কমিটির সভাপতি চুন্ডা মার্ডি, সম্পাদক মোহন কিস্কু, পঞ্চায়েত প্রধান প্রশান্ত বর্মন, নজিবর রহমান সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা এ দিনের খেলায় পরস্পরের মুখোমুখি হয়বস্কে একাদশ মালদা বনাম একাদশ ওল্ড মালদা। খেলা দেখতে ভিড় জমিয়েছিলেন ক্রীড়াপ্রেমী দর্শকেরা।