নিজস্ব সংবাদদাতা , চোপড়া , ০৮ নভেম্বর : চোপড়া থানার হাপ্তিয়াগছ গ্রাম পঞ্চায়েতের বড়বিল্লাতে নাইট গার্ড নিয়োগ করার বিষয়ে লেনদেন নিয়ে তৃণমূলের দুই গোষ্ঠীর মধ্যে গন্ডগোলের জেরে ব্যাপক উত্তেজনা সৃষ্টি হয় এলাকায়। শনিবার সন্ধ্যায় দফায় দফায় চলে গুলি বোমা। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এলাকায় মোতায়েন করা হয়েছে বিশাল পুলিশ বাহিনী।
স্থানীয় সূত্রে জানা যায় ,বড়বিল্লা এলাকায় চা বাগান গুলিতে প্রায়ই কাঁচা চা পাতা চুরির ঘটনা ঘটায় নাইট গার্ড নিয়োগের ব্যাপারে সিদ্ধান্ত নেয় চা বাগানের মালিকেরা। আর এই নাইট গার্ড নিয়োগ নিয়ে তৃণমূলের দুই গোষ্ঠীর মধ্যে গন্ডগোলের সৃষ্টি হয়। দুই গোষ্ঠীর লোকেরাই নিজেদের লোক নিয়োগ করা নিয়ে সংঘর্ষ জড়িয়ে পরে। চলে বোমা গুলি। যদিও হতাহতের খবর মেলেনি। ঘটনার খবর পেয়ে চোপড়া থানার বিশাল পুলিশ বাহিনী এলাকায় এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।