নিউজ ডেস্ক, ০৩ জানুয়ারী : মারণ করোনা ভাইরাস থেকে বাঁচার যখন রাস্তা খুঁজছে গোটা বিশ্ব তখন বিতর্কিত মন্তব্য করে খবরের শিরোনাম এলেন উত্তরপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী সমাজবাদী পার্টির নেতা অখিলেশ যাদব। তিনি বলেছেন, করোনার টিকা বিজেপির তৈরি। তাই তিনি করোনা প্রতিষেধক নেবেন না৷ অখিলেশ যাদবের এমন মন্তব্যে স্বাভাবিকভাবেই শোরগোল তৈরি হয়েছে৷
করোনা মহামারী ইতিমধ্যেই লক্ষ লক্ষ মানুষের প্রাণ কেড়ে নিয়েছে। হাজার হাজার মানুষ প্রতিদিনই আক্রান্ত হচ্ছেন এই মারণ ভাইরাসে। এমনকি ব্রিটেনে নতুন করে করোনার বিপজ্জনক স্ট্রেন দেখা দেওয়ায় উদ্বিগ্ন বিশ্বের বহু দেশ। এই পরিস্থিতিতে দ্রুত করোনা প্রতিষেধক বাজারে আনতে তৎপর হয়েছে আমেরিকা, ফ্রান্স, ব্রিটেন ও ভারতের মতন দেশগুলি। কি করে মানুষকে করোনার হাত থেকে বাঁচানো যায় তা নিয়ে চলছে গবেষণাও। ভারতেও চারটি দেশীয় করোনা প্রতিষেধক বা টিকা তৈরির কাজ চলছে দ্রুত গতিতে। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী ডঃহর্ষবর্ধন দেশের মানুষকে বিনামূল্যে করোনা টিকাকরণ করা হবে ঘোষণা করেন। এই পরিস্থিতিতে উত্তর প্রদেশের সমাজবাদী পার্টির নেতা ও প্রাক্তন মুখ্যমন্ত্রী অখিলেশ যাদব জানালেন, তিনি করোনার প্রতিষেধক নেবেন না। কারণ সেটি বিজেপি তৈরি করেছে বলে। আর তার এই মন্তব্য ঘিরে মধ্যেই সমালোচনার ঝড় উঠেছে। তাঁর মন্তব্যের তীব্র বিরোধিতা করেছেন নেটিজেনরাও। একজন দায়িত্বশীল রাজনৈতিক দলের নেতা কিভাবে এমন মন্তব্য করতে পারলেন তা নিয়ে উঠছে প্রশ্ন। যেখানে চার-চারটি দেশীয় কোম্পানি যুদ্ধকালীন পরিস্থিতিতে করোনার প্রতিষেধক তৈরির কাজ চালাচ্ছেন সেখানে কি করে এমন বিতর্কিত মন্তব্য করলেন অখিলেশ যাদব এনিয়ে প্রশ্ন তুলছেন বিজেপি নেতৃত্বও। তবে স্রেফ বিজেপির বিরোধীতা করতে গিয়ে আদতে অখিলেশ যাদব নিজেরই অমঙ্গল ডেকে আনছেন কি না তা হয়ত সময়ই বলবে।