নিউজ ডেস্ক , ২৮ ডিসেম্বর : কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ যখন বারবার রাজ্যে এসে বলছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হবে এরাজ্যেরই বঙ্গসন্তান ঠিক সেই, সময় রাজ্যপাল জগদীপ ধনকরের সঙ্গে দেখা করলেন বিসিসিআই সভাপতি প্রাক্তন ভারত অধিনায়ক সৌরভ গাঙ্গুলী। রবিবার ছুটির দিনে রাজভবনে গিয়ে রাজ্যপালের সঙ্গে দীর্ঘক্ষন কথা বলেন সৌরভ। প্রায় ঘন্টা দুয়েক দু’জনের মধ্যে সাক্ষাৎ হয় বলে জানা গিয়েছে। এনিয়ে স্বাভাবিকভাবে জল্পনা ছড়িয়েছে রাজনৈতিক মহলে।
রবিবার আচমকা রাজভবনে গিয়ে রাজ্যপাল জগদীপ ধনকরের সঙ্গে দেখা করলেন প্রাক্তন ভারত অধিনায়ক ও বিসিসিআই সভাপতি সৌরভ গাঙ্গুলী। প্রায় দু’ঘন্টা সৌরভ রাজভবনে ছিলেন বলে জানা গেছে। পরে রাজ্যপাল টুইট করে জানিয়েছেন, বিভিন্ন বিষয়ে ‘দাদা’র সঙ্গে তাঁর আলোচনা হয়েছে। তিনি ইডেন গার্ডেন্সে তাঁকে আসার জন্য আমন্ত্রণ জানিয়েছেন। সৌরভের আমন্ত্রণ তিনি গ্রহণ করেছেন। উল্লেখ্য বর্তমান প্রেক্ষাপটে দাঁড়িয়ে প্রায় প্রতিটি বিষয়েই রাজ্যপালের সঙ্গে রাজ্য সরকারের সংঘাত চলছে। এই পরিস্থিতিতে রাজ্যপালের সঙ্গে সৌরভ গাঙ্গুলীর দেখা করা শাসক দলের মাথাব্যথার কারণ হয়ে উঠতে পারে বলে মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকদের একাংশ৷ কারণ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ রাজ্য সফরে এসে বারবার তিনি বলে যাচ্ছেন, পশ্চিমবঙ্গে বিজেপির মুখ্যমন্ত্রী হবেন এ রাজ্যেরই কোনও বঙ্গ সন্তান। আর এমন এক পরিস্থিতিতে সৌরভের রাজভবনে যাওয়া বিশেষ তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক মহল। সৌরভের দাবি, অন্যত্র রাজ্যপালের সঙ্গে দেখা হলেও রাজভবনে কখনও আসেননি ভারতীয় দলের প্রাক্তন অধিনায়ক। তাই এদিন আসা। এটি একেবারেই সৌজন্য সাক্ষাত।’ আর কিছু আছে এই সাক্ষাতে? সৌরভ অবশ্য সাফ বলেন, ‘একেবারেই সৌজন্য সাক্ষাত। এই সাক্ষাত নিয়ে জল্পনা যেন না হয়। তবে সৌরভের সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের সম্পর্কও যথেষ্ট ভালো। কিন্তু রাজ্যপাল জগদীপ ধনকরের সঙ্গে রাজ্য সরকারের সংঘাত প্রায় প্রতিদিনের বিষয় হয়ে দাঁড়িয়েছে। সেখানে রাজ্যপালের সঙ্গে সৌরভের এই সাক্ষাৎ শাসক দল কিভাবে নেয় এখন সেটাই দেখার।