ভোটের আগে শোভন চট্টোপাধ্যায়কে গুরুদায়িত্ব বিজেপির

নিউজ ডেস্ক , ২৮ ডিসেম্বর : সামনেই বিধানসভা নির্বাচন। তার আগে জমি পোক্ত করতে মরিয়া শাসক বিরোধী উভয়ই ৷ আর সেদিকে তাকিয়ে ভোটের আগে তাই প্রাক্তন মেয়র শোভন চট্টোপাধ্যায়ের কাঁধে গুরু দায়িত্ব সঁপে দিল রাজ্য বিজেপি ৷ কলকাতা (Kolkata) জোনের পর্যবেক্ষক হিসেবে দায়িত্ব পেলেন শোভন। বৈশাখী হলেন কলকাতা জোনের সহ-আহ্বায়ক।

একই সঙ্গে সাংগঠনিক পদে দায়িত্ব পেয়েছেন শঙ্কুদেব পণ্ডাও৷ এই জোনে গেরুয়া শিবিরের আহ্বায়কের পদ পেয়েছেন দলের যুব মোর্চার প্রাক্তন সভাপতি দেবজিৎ সরকার। উল্লেখ্য টিম অমিত শাহ এরাজ্যে কাজে নামার পরই প্রয়োজনীয় রদবদল করা হয়েছে সাংগঠনিক পদে৷ এর আগে রাজ্যে কেন্দ্রের ৫ পর্যবেক্ষককে দেওয়া হয়েছে দায়িত্ব। এছাড়াও সাত কেন্দ্রীয় মন্ত্রীকে নামানো হয়েছে প্রচারে। গেরুয়া শিবিরের কলকাতা জোনের দায়িত্ব দেওয়া হয়েছে উত্তরপ্রদেশে সংগঠনের অন্যতম সফল নেতা সুনীল বনসালকে।এবার কলকাতায় নির্বাচনী লড়াইয়ের প্রথম সারিতে আনা হল প্রাক্তন মেয়র শোভন চট্টোপাধ্যায়, অধ্যাপিকা বৈশাখী বন্দ্যোপাধ্যায়কে।

Next Post

প্রয়াত হলেন প্রাক্তন রাষ্ট্রমন্ত্রী

Mon Dec 28 , 2020
নিউজ ডেস্ক , ২৮ ডিসেম্বর : প্রয়াত হলেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী কমলেন্দু সান্যাল। শনিবার রাতে রাজ্যের প্রাক্তন মন্ত্রী কমলেন্দু সান্যাল বার্ধক্যজনিত অসুস্থতার কারণে কৃষ্ণনগরের একটি বেসরকারি নার্সিংহোমে ভর্তি হয়েছিলেন। রবিবার ভোরে সেখানেই তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল পঁচাশি বছর। ১৯৯৬ থেকে ২০০১ সাল পর্যন্ত তিনি রাজ‍্যে […]

আপনার পছন্দের সংবাদ