ডিজিটাল ডেস্ক : করোনাভাইরাস মোকাবিলায় প্রথম সারির যোদ্ধাদের কুর্নিশ জানালো গুগল ডুডল (Google Doodle)। সোম বার থেকে কোভিড পরিস্থিতিতে সাধারণ মানুষের পাশে থেকে নিরবিচ্ছিন্ন ভাবে কাজ করে চলা প্রত্যেক বিভাগের মানুষদের ধন্যবাদ জানায় গুগল। মঙ্গলবারও দ্বিতীয়বার এই অ্যানিমেটেড ডুডল ডিসপ্লে করা হচ্ছে গুগল পেজে।
এর আগে লকডাউনের শুরুতে এপ্রিল মাসে করোনা পরিস্থিতিতে কাজে নামা প্রত্যেক স্তরের কর্মীদের ধন্যবাদ জানিয়েছিলো গুগল ডুডল। লকডাউন, সামাজিক দূরত্ব বজায় রাখার মত কঠিন সময়ে সাধারণ মানুষকে বেঁচে থাকার জন্য প্রয়োজনীয় পরিষেবা প্রদান করেছেন ডাক্তার, নার্স, পুলিশ, সাফাইকর্মী, নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দোকানদার, সাংবাদিক, দমকল বিভাগ, ব্যঙ্ক কর্মী, শেফ, ট্রান্সপোর্ট সহ আরও অনেকে। এদের সকল কে আন্তরিকভাবে ধন্যবাদ জানানো হয়েছে এই ডুডলে।
“থ্যাঙ্ক ইউ: করোনাভাইরাস হেল্পার্স” -(Thank you Corona virus Helpers) এই ক্যাপশন দেওয়া হয়েছে গুগলে। বিশ্বব্যাপী কোভিড -১৯ এর প্রভাব বাড়তে থাকায় মানুষ একে অপরকে আগের চেয়ে আরও বেশি সাহায্য করার জন্য একত্রিত হচ্ছে। তার স্বীকৃতি জানাতে এই ডুডল সিরিজ চালু করেছে গুগল।