নিউজ ডেস্ক, ০১ নভেম্বর : আমেরিকার রাষ্ট্রপতি নির্বাচনের শেষ দৌড়ে দেশের মধ্য-পশ্চিমাঞ্চলের অঙ্গরাজ্যগুলোর ভোটারদের উপর নির্ভর করছে চুড়ান্ত ফল।ফলে ওইসব অঞ্চলের মন জয়ের মরিয়া চেষ্টা চালাচ্ছে বিদায়ী প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং জো বাইডেন।
এই রাজ্যগুলোর ভোটই নির্বাচনে জয়-পরাজয়ের ক্ষেত্রে বড় ভূমিকা নেবে বলে ধারণা রাজনৈতিক বিশেষজ্ঞদের। আইওয়া রাজ্যে আগ্রাসী মনোভাব নিয়ে প্রচার করছেন জো বাইডেন। ২০১৬ সালের নির্বাচনে এই রাজ্যে ১০ পয়েন্টের ব্যবধানে জয় পেয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প। অন্যদিকে, মিনেসোটায় ব্যাপক প্রচার চালাচ্ছেন ট্রাম্প। চার বছর আগে এই রাজ্যে হিলারি ক্লিনটন সামান্য ব্যবধানে জয় পেয়েছিলেন। মঙ্গলবারের নির্বাচনের আগে করা বিভিন্ন মাধ্যমে এক্সিট পোলে সারা দেশে ডোনাল্ড ট্রাম্পের তুলনায় কিছুটা এগিয়ে রয়েছেন জো বাইডেন। তবে ট্রাম্পের সঙ্গে তার এই ব্যবধান বেশ কয়েকটি রাজ্যে খুবই সামান্য। এসব এলাকার সাধারন মানুষ যেকোনো প্রার্থীকেই ভোট দিতে পারেন বলে মনে করা হচ্ছে।যা মঙ্গলবারের নির্বাচনের ফলাফল গড়ে দিতে পারেন। উল্লেখ্য, ইতিমধ্যেই যুক্তরাষ্ট্রের নির্বাচনে সাড়ে আট কোটির বেশি ভোটার আগাম ভোট দিয়েছেন। তাদের মধ্যে সাড়ে পাঁচ কোটি ভোটার ডাকযোগে ভোট দিয়েছেন।