নিউজ ডেস্ক :প্রাইমারি টিচার এমপ্লয়িজ কো অপারেটিভ ক্রেডিট সোসাইটির নির্বাচনে মনোনয়ন পত্র জমা দিতে সক্ষম হল বিরোধীরা। জানা গিয়েছে আগামী ২রা এপ্রিল উত্তর দিনাজপুরের ইটাহার থানা প্রাইমারি টিচার এমপ্লয়িজ কো অপারেটিভ ক্রেডিট সোসাইটি লিমিটেডের নির্বাচন। এই উপলক্ষ্যে গত ১৭ ই মার্চ থেকে হয়েছে মনোনয়ন পত্র বিলির কাজ।
আরও পড়ুন- সুফল বাংলার স্টল বন্ধ , বিপাকে সাধারণ মানুষ
এবার ২০ ই মার্চ থেকে শুরু হয়েছে মনোনয়ন পত্র জমা নেওয়ার পর্ব। চলবে ২১ শে মার্চ পর্যন্ত। এই ঘটনায় গণ্ডগোল রুখতে কড়া পুলিশি নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে ইটাহার বিডিও অফিস চত্বরে৷ বিভিন্ন শিক্ষক সংগঠনের তরফে মনোনয়নপত্র তোলার পাশাপাশি জমা দিতে লম্বা লাইন পড়ে সোমবার সকাল থেকে৷ বিডিও অফিস সূত্রে জানা গিয়েছে এদিন নিখিলবঙ্গ শিক্ষক সমিতির ১৪ জন মনোনয়ন পত্র জমা দেন। গেরুয়া শিবির থেকেও ১০ টি আসনে মনোনয়ন জমা দেওয়া হয়েছে। অন্যদিকে শাসক দল তৃণমূল কংগ্রেস ৪০ টি আসনে মনোনয়ন পত্র তুলেছে। যদিও তা মঙ্গলবার জমা দেওয়া হবে বলে জানা গিয়েছে। তবে মনোনয়ন জমা দেওয়াকে কেন্দ্র করে কোনো গণ্ডগোলের খবর নেই।