২৪ ঘন্টায় দেশে বাড়লো করোনা আক্রান্তের সংখ্যা। কমেছে মৃত্যু

নিউজ ডেস্ক, ৩০ জুলাই :   দেশে ফের বাড়লো করোনা আক্রান্তের সংখ্যা। তবে ২৪ ঘন্টায় কমেছে মৃতের সংখ্যা। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের শুক্রবারের প্রকাশিত প্রতিবেদন অনুসারে, গত ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্ত হয়েছেন ৪৪ হাজার ২৩০ জন।

মৃত্যু হয়েছে ৫৫৫ জনের। দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৩ কোটি ১৫ লক্ষ ৭২ হাজার ৩৪৪ জন। স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের দেওয়া পরিসংখ্যান অনুযায়ী, আপাতত মৃতের সংখ্যা ৪ লক্ষ ২৩ হাজার ২১৭ জন।দেশের দৈনিক আক্রান্তের অর্ধেকই কেরলে। গত ২৪ ঘণ্টায় সে রাজ্যে আক্রান্ত ২২ হাজারের বেশি। মহারাষ্ট্রে তা ৭ হাজারের বেশি। কর্নাটক এবং অন্ধ্রপ্রদেশে গত কয়েকদিনে দৈনিক আক্রান্ত ফের দু’হাজার ছাড়িয়েছে। তবে ওড়িশা এবং অসমে গত সপ্তাহের তুলনায় কম রয়েছে দৈনিক আক্রান্তের সংখ্যা। কিন্তু উত্তর-পূর্বের রাজ্যগুলিতে সংক্রমণ পরিস্থিতির কোনও উন্নতি হয়নি।

গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে ঘরে ফিরেছেন ৪২ হাজার ৩৬০ জন। এই সংখ্যাটা আগের দিনের থেকে বেশ খানিকটা বেশি হলেও আক্রান্তের তুলনায় কম। অর্থাৎ, সামান্য হলেও কমেছে অ্যাকটিভ কেস। আপাতত চিকিৎসাধীন রোগীর সংখ্যা ৪ লক্ষ ৫ হাজার ১৫৫ জন। যা মোট আক্রান্তের ১.৩০ শতাংশেরও কম। এখনও পর্যন্ত সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৩ কোটি ৭ লক্ষ ৪৩ হাজারের বেশি মানুষ। ইতিমধ্যেই দেশে করোনা টিকা পেয়েছেন ৪৫ কোটি ৬০ লক্ষ ৩৩ হাজার ৭৫৪ জন।
অন্যদিকে পশ্চিমবঙ্গ স্বাস্থ্য দফতরের বৃহস্পতিবারের প্রকাশিত বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় রাজ্যে নতুন করে ভাইরাসের কবলে পড়েছেন ৭৬৬ জন।বাংলায় মৃত্যু হয়েছে ১৪ জনের। রাজ্যে করোনামুক্ত হয়েছেন ৮২২ জন। সুস্থতার হার ৯৮.০৭ শতাংশ। দৈনিক সংক্রমণে শীর্ষে উত্তর ২৪ পরগনা।

Next Post

কর্মী নিয়োগ করছে শিলিগুড়ি পুর নিগম

Fri Jul 30 , 2021
নিউজ ডেস্ক, ৩০ জুলাই : অষ্টম শ্রেণি উত্তীর্ণদের জন্য চাকরির সুযোগ শিলিগুড়ি পৌরনিগমে। চালক পদে নিয়োগের বিজ্ঞপ্তি জারি করেছে পুর নিগম কর্তৃপক্ষ। আগ্রহী প্রার্থীরা আগামী ৫ আগস্টের মধ্যে আবেদন করতে পারেন। কারা আবেদন করতে পারবেন? অষ্টম শ্রেণি পাশ হলে এই শূন্যপদে আবেদন করতে পারেন। ন্যূনতম ২ বছরের ড্রাইভিং লাইসেন্স থাকা […]

আপনার পছন্দের সংবাদ