পুখুরিয়া থানার পুলিশকর্মী ও সিভিক ভলেন্টিয়ারদের মধ্যে শীতবস্ত্র বিতরণ

পুখুরিয়া থানার পুলিশকর্মী ও সিভিক ভলেন্টিয়ারদের মধ্যে শীতবস্ত্র বিতরণ

নিজস্ব সংবাদদাতা , মালদা , ১৭ ডিসেম্বর : মালদা জেলার পুখুরিয়া থানা এবং একটি স্বেচ্ছাসেবী সংগঠনের পক্ষ থেকে থানায় কর্তব্যরত সিভিক ভলেন্টিয়ার ও পুলিশ কর্মীদের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হল বুধবার সন্ধ্যায়। এদিন পুখুরিয়া থানা প্রাঙ্গণে এই শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। শীতের সময়ে নিজেদের কর্তব্য পালন করে চলেছেন পুলিশকর্মীরা। তাই সকল পুলিশকর্মীদের প্রবল শীত থেকে বাঁচতে শীতবস্ত্র তুলে দেওয়া হয়। এদিনের কর্মসূচিতে পুখুরিয়া থানার ওসি গৌতম চৌধুরী সহ অন্যান্য পুলিশ আধিকারিকেরা উপস্থিত ছিলেন।

এ বিষয়ে গৌতম বাবু জানান, “পুখুরিয়া থানা প্রাঙ্গণে একটি স্বেচ্ছাসেবী সংস্থার পক্ষ থেকে এবং পুখুরিয়া থানার সহযোগিতায় সিভিক ভলেন্টিয়ার থেকে শুরু করে সমস্ত পুলিশকর্মীদের শীতবস্ত্র বিতরণ করা হয়। মূলত ঠান্ডার সময় নিজেদের কর্তব্য পালন করে চলেছেন পুলিশকর্মীরা। স্বেচ্ছাসেবী সংগঠনের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন পুখুরিয়া থানার পুলিশ আধিকারিক থেকে শুরু করে সমস্ত সিভিক ভলেন্টিয়াররা।” ডক্টর আরিফ আলম নামে ওই স্বেচ্ছাসেবী সংস্থার এক সদস্য জানান, স্বেচ্ছাসেবী সংস্থার উদ্যোগে এবং পুখুরিয়া থানার সহযোগিতায় একটি বস্ত্র বিতরণ কর্মসূচির আয়োজন করা হয় পুখুরিয়া থানা প্রাঙ্গণে। আগামীদিনে আরো কর্মসূচি রয়েছে আমাদের এই সংগঠনের। এদিন থানার সিভিক ভলেন্টিয়ার থেকে শুরু করে সমস্ত পুলিশকর্মীদের মধ্যে এই শীতবস্ত্র বিতরণ করা হয়। এদিন প্রায় দেড়শ জন ভলেন্টিয়ার ও পুলিশকর্মীদের মধ্যে শীত বস্ত্র বিতরণ করা হয় সংস্থার পক্ষ থেকে।

Next Post

মন্ত্রীত্ব, বিধায়কের পর এবার ছাড়লেন তৃণমূলের সদস্য পদও, পদত্যাগ পত্র পাঠালেন তৃণমূল চেয়ারপার্সন মমতা বন্দ্যোপাধ্যায়কে

Thu Dec 17 , 2020
নিউজ ডেস্ক , ১৭ ডিসেম্বর : কিছুদিন আগেই ত্যাগ করেছিলেন রাজ্যমন্ত্রীসভার সদস্য পদ। মন্ত্রীত্ব ছাড়ার পর বুধবার বিধায়ক পদ থেকেও ইস্তফা দেন তিনি। এবার বৃহস্পতিবার ছাড়লেন তৃণমূলের সদস্যপদও। এদিন তাঁর দলের সদস্য পদের ত্যাগপত্র পাঠিয়ে দেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে। উল্লেখ্য সমস্ত জল্পনা ও কল্পনা অবসান করে কিছুদিন আগেই […]

আপনার পছন্দের সংবাদ