হরিশ্চন্দ্রপুর, ২০ জুন স্ত্রী খুনের ঘটনায় অভিযুক্ত সিভিক ভলেন্টিয়ার স্বামীকে চাঁচল মহকুমা আদালতে পেশ করা হল রবিবার।এদিন তাকে তিনদিনের পুলিশী হেফাজতের নির্দেশ দিয়েছেন বিচারক।উল্লেখ্য হরিশ্চন্দ্রপুর থানার মশালদহ গ্রাম পঞ্চায়েতের সোনাপুর এলাকায় স্ত্রীকে খুনের অভিযোগ ওঠে স্বামীর বিরুদ্ধে।
পারিবারিক বিবাদের জেরে নিজের স্ত্রী মিনু রবি দাসকে ধারালো অস্ত্র দিয়ে খুন করে তার স্বামী জগজীবন রবিদাস। জগজীবন রবিদাস ভালুকা পুলিশ ফাঁড়িতে সিভিক ভলেন্টিয়ার হিসেবে কর্মরত ছিল। স্ত্রীকে খুন করে নিজেই থানায় গিয়ে আত্মসমর্পণ করে সে। ধৃত সিভিক ভলেন্টিয়ার জগজীবন রবিদাস বলেন, শনিবার ঝগড়ার সময়ে তাঁর স্ত্রী তাকে গালাগালি করছিল। রাগের মাথায় সে তার স্ত্রীকে খুন করেছে বলে জানিয়েছে জগজীবন অন্যদিকে এই খুনের ঘটনার শ্বশুর দুখো রবিদাসের বিরুদ্ধে অভিযোগ এনেছে মৃতার পরিবারের সদস্যরা। তার শ্বশুর মিনুকে কুপ্রস্তাব দিত। এমনকী শারীরিক সম্পর্ক করার জোর দিত বলে অভিযোগ এনেছে তারা। এই নিয়ে তাদের মধ্যে প্রায়শই ঝামেলা হত।যদিও ঘটনার পর থেকে পলাতক শ্বশুর দুখো রবিদাস। পলাতক শ্বশুরের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ।হরিশ্চন্দ্রপুর থানা আইসি সঞ্জয় কুমার দাস জানান, অভিযুক্তকে রবিবার চাঁচল মহকুমা আদালতে পেশ করা হয়েছে। অভিযুক্তকে জিজ্ঞাসাবাদের জন্য তিন দিনের পুলিশ হেফাজতে নেওয়ার আবেদন করা হয়েছে।