নিজস্ব সংবাদদাতা , হরিশ্চন্দ্রপুর , ১৭ ডিসেম্বর : দুসপ্তাহের ব্যবধানে ফের এক যুগলের ঝুলন্ত মৃতদেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়ালো হরিশ্চন্দ্রপুর ১ নম্বর ব্লকের কুশিদা গ্রাম পঞ্চায়েতের গৌরিপুর এলাকায়। জানা গিয়েছে, বৃ্হস্পতিবার সকালে প্রাতঃভ্রমণ করার সময় এলাকাবাসীদের নজরে আসে ওই যুগলের ঝুলন্ত মৃতদেহ।পুলিশসুত্রে জানা গিয়েছে, মৃত যুগলের মধ্যে যুবকেত বাড়ি বিহার রাজ্যের আজমনগর থানার তামাবাড়ি এলাকায়।
অন্যদিকে মৃত যুবতীর বাড়ি কুশীদা গ্রাম পঞ্চায়েতেরই নসরপুর গ্রামে।সে দশদিন আগে গৌরিপুরে দিদির বাড়িতে ঘুরতে আসে। বুধবার সন্ধ্যের পর থেকেই তাকে আর খুঁজে পাওয়া যাচ্ছিলনা। এরপরেই বৃ্হস্পতিবার সকালে গ্রামের কিছুটা দূরে ওই যুগলের মৃতদেহ ঝুলন্ত অবস্থায় দেখতে পাওয়া যায়।মৃত যুবতির দিদি জানিয়েছেন, প্রায় দশদিন আগে গ্রামে পুজোর অনুষ্ঠান দেখতে তার বাড়িতে এসেছিল সে। গতকাল সন্ধ্যা সাতটার সময় বাথরুমে গিয়ে আর ফিরেনি। সারারাত খোঁজাখুঁজির পর সকালে বাড়ির নিকটে একটি গাছে ঝুলন্ত অবস্থায় থাকার খবর পেয়ে ছুটে যায়। মৃত যুবকটির সঙ্গে তার বোনের কোনো প্রেমের সম্পর্ক ছিল না বলে জানান তিনি। অন্যদিকে মৃত যুবকের জাইমবাবু সুন্দর সিংহ জানান, তাদের মধ্যে প্রেমের সম্পর্কের কথা কেউই জানে না। কেনো তারা আত্মহত্যা করেছে তাও তারা বুঝতে পারছেনা। উল্লেখ্য দিন ১৫আগেই ওই পঞ্চায়েতেরই নসরপুরে উদ্ধার হয় অপর এক যুগলের ঝুলন্ত মৃতদেহ। ফের এই ঘটনায় শোরগোল পড়ে গিয়েছে এলাকাজুড়ে। খবর পেয়ে হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ এসে মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মালদা মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠিয়েছে। যদিও কিভাবে এই ঘটনা ঘটলো তা নিয়ে তৈরী হয়েছে ধোঁয়াশা। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।