চোপড়া, ১ আগস্ট : বেহাল রাস্তা সংস্কারের দাবীতে পথ অবরোধ করে বিক্ষোভে সামিল হল এলাকাবাসীরা। রবিবার ঘটনায় উত্তেজনা ছড়িয়েছে চোপড়ার হাফতিয়াগছ এলাকায়। জানা গিয়েছে, হাপতিয়াগছ থেকে তিস্তার ফলব্রিজ পর্যন্ত প্রায় ৭ কিলোমিটার তিস্তা ক্যানেলের রাস্তাটি দীর্ঘদিন ধরে সংস্কারের অভাবে বেহাল হয়ে পড়ে রয়েছে।
সড়কপথের অধিকাংশ এলাকার পীচ উঠে গিয়ে কঙ্কালসার চেহারা বেরিয়ে এসেছে। রাস্তা জুড়ে বড় বড় গর্ত তৈরি হয়েছে। এমনকী রাস্তাটির একাধিক জায়গায় ভাঙ্গনও ধরেছে। ফলে বেহাল এই রাস্তা দিয়ে যাতায়াত করতে গিয়ে সমস্যায় পড়েছে এলাকার বাসিন্দারা। প্রতিনিয়ত বালি বোঝাই গাড়ি যাতায়াত করার ফলেই রাস্তাটির দশা বেহাল হয়ে পড়েছে বলে অভিযোগ এলাকাবাসীদের।আমজাদ আলি নামে এক বিক্ষুব্ধ এলাকাবাসী জানিয়েছেন, এই রাস্তাটি বহুদিন ধরে বেহাল হয়ে আছে। বালিমাফিয়াদের দৌরাত্ম্যে রাস্তাটি আরো বেহাল হয়ে পড়ছে। অতিরিক্ত পণ্যবোঝাই করার জন্য এমন দশা। ফলে শিলিগুড়ি সহ ইসলামপুর বা অন্য কোথাও যেতে হলে এই রাস্তাটি ব্যবহার করতে হয়। খারাপ রাস্তা এড়ানোর জন্য অনেকেই বর্ডার রোড দিয়ে যাতায়াত করে। কিন্তু সেখানে বিএসএফের বাধার সম্মুখীন হতে হয়। ফলে জরাজীর্ণ
রাস্তাটি মেরামতের দাবিতে এদিন পথ অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করে এলাকার বাসিন্দারা। খবর পেয়ে চোপড়া থানার পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।দুদিনের মধ্যে রাস্তা সারাই করার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে প্রশাসনের পক্ষ থেকে।অবিলম্বে রাস্তা সারাইয়ে উদ্যোগ গৃহীত না হলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারী দিয়েছেন বিক্ষুব্ধ এলাকাবাসীরা।
আরও খবর পড়ুন : রাস্তা সংস্কারের নিম্নমানের কাজের অভিযোগে বিক্ষোভ