নিউজ ডেস্ক, ১৯ জুন : সাত বছর পর সারদা মামলায় জামিন পেলেন দেবযানী মুখোপাধ্যায়। শনিবার কলকাতা হাইকোর্টে ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে জামিন পেয়েছেন তিনি। পশ্চিমবঙ্গের সব কটি মামলায় তাঁর জামিন মঞ্জুর করল কলকাতা হাইকোর্ট।
তবে এখনও তাঁর বিরুদ্ধে অসম ও ভুবনেশ্বরে মামলা রয়েছে। ফলে আপাতত জেলেই থাকতে হবে তাঁকে।গত ১৫ জুন আদালতে মামলাটি উঠলে সিবিআই দেবযানীর জামিন পিছনোর জন্য বিচারপতিদের কাছে আবেদন জানায়। কিন্তু সেই আবেদন খারিজ করে দেয় ডিভিশন বেঞ্চ। একই সঙ্গে সিবিআইয়ের আবেদন নিয়ে অসন্তোষ প্রকাশও করে আদালত।২০১৩ সালে সারদা চিট ফান্ড কাণ্ডে গ্রেফতার হন সংস্থার কর্ণধার সুদীপ্ত সেন। একই সঙ্গে গ্রেফতার হন সারদার জুনিয়র এগজিকিউটিভ দেবযানী মুখোপাধ্যায়। তার পর থেকে দু’জনেই জেলে রয়েছেন। সারদা মামলায় একাধিকবার শুনানি ও বিচারপর্বের শেষে শনিবার কলকাতার সমস্ত মামলা থেকে নিষ্পত্তি পেলেন দেবযানী। কিন্তু এখনও সারদা মামলায় জেলেই থাকতে হবে সংস্থার কর্ণধার সুদীপ্ত সেনকে।