নিউজ ডেস্ক, ৭ সেপ্টেম্বর : এবারে স্কুল সার্ভিস কমিশনকে চরম ভর্ৎসনা করল কলকাতা হাইকোর্ট। রীতিমতো ক্ষোভের সুরে বিচারপতি জানান, কমিশনের উপর তাঁর কোনও বিশ্বাস নেই। পাশাপাশি এহেন মন্তব্যের পরেই সংশ্লিষ্ট ওই মামলা থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়।
জানা গিয়েছে কলকাতা হাইকোর্টের আইনজীবী ফিরদৌস শাসিম একটি মামলা করেন। সেখানে তাঁর দাবি, ২০১৬ সালে স্কুল সার্ভিস কমিশনের পরীক্ষাতে বসেছিল গোপাল মন্ডল নামে এক ব্যক্তি। কিন্তু ভালো পরীক্ষা হলেও তিনি চাকরি পাননি। এরপর তাঁর সন্দেহ হওয়ায় তিনি আরটিআই করেন। দেখতে পান মেধাতালিকায় তাঁর নাম রয়েছে ২১৪ নম্বরে। তিনি ৬০ শতাংশ নম্বর পয়েছেন। কিন্তু তিনি চাকরি পাননি, তার পরিবর্তে চাকরি পেয়েছেন নীলমনি বর্মন নামে এক ব্যক্তি। অথচ মেধাতালিকায় নীলমনির নাম রয়েছে ২৫২ নম্বরে। তাঁর প্রাপ্ত নম্বর ৫৮.৬৭ শতাংশ। এরপর এসএলএসটি গণিতে নিয়োগে বেনিয়মের অভিযোগ তুলে আদালতের দ্বারস্থ হন গোবিন্দ মণ্ডল। মামলাটি ওঠে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এজলাসে। মঙ্গলবার ছিল সেই মামলার শুনানি।যদিও মামলার শুনানির সময় ভুল স্বীকার করে নিয়েছে কমিশন। সেইমতো রিপোর্টও জমা দেওয়া হয়। সেই রিপোর্ট দেখে অত্যন্ত ক্ষুব্ধ হন মঙ্গলবার বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। এরপরই বিচারপতি বলেন, “স্কুল সার্ভিস কমিশনের উপর কোনও ভরসা নেই।”