নিউজ ডেস্ক , ২১ অক্টোবর : প্রায় ৩ বছর আত্মগোপন করে থাকার পর বুধবার মহাপঞ্চমীর দিন হঠাৎ প্রকাশ্যে দেখা গেল গোর্খা জনমুক্তি মোর্চার নেতা বিমল গুরুংকে। এদিন কলকাতার সল্টলেকে অবস্থিত গোর্খা ভবনের বাইরে বিমল গুরুংকে একটি গাড়ির ভেতরে বসে দেখতে পাওয়া যায়। যদিও সঙ্গে সঙ্গে বন্ধ করে দেওয়া হয় গোর্খা ভবনের গেট।
তবে বেশকিছুক্ষণ পর ভবনের গেট না খোলায় ধবধবে সাদা ল্যান্ডরোভার ডিসকভারি স্পোর্টস গাড়িতে চেপে বেরিয়ে পড়েন তিনি। উল্লেখ্য বিমল গুরুংয়ের বিরুদ্ধে পুলিশ অফিসার অমিতাভ মালিককে খুনের ঘটনার পাশাপাশি রাষ্ট্রদ্রোহিতার মামলা রয়েছে। ২০১৭ সালে পাহাড় অগ্নিগর্ভ হয়ে উঠলে দার্জিংয়ে খুন হন পুলিশ অফিসার অমিতাভ মালিক। এরপর থেকেই ফেরার হয়ে যান বিমল গুরুঙ্গ। পুলিশ তার খোঁজে হন্যে হয়ে খুঁজলেও তার নাগাল পায় নি। অবশেষে আচমকা সল্টেলেকের গোর্খা ভবনের সামনে তাকে দেখা যেতেই আলোড়ন ছড়িয়ে পড়ে রাজনৈতিক মহলে। হঠাৎ এতদিন পর কোথা থেকে প্রকাশ্যে এলেন? কোথায়ই বা গা ঢাকা দিয়ে ছিলেন তা নিয়ে উঠছে প্রশ্ন। তবে এই গাড়িতে চেপে তিনি কোথায় যাচ্ছেন বা কোথা থেকেই বা গোর্খা ভবনে যাচ্ছিলেন সে বিষয়ে কিছু জানা যায় নি।